RSS leaders On PFI's 'Hitlist': ৫ RSS নেতা PFI-এর 'হিটলিস্টে'? রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

NIA-এর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সতর্ক করা হয় সম্প্রতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যাতে কেরলের আরএসএস নেতাদের নিরাপত্তায় উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে জারি করা হয় সতর্কতা। NIA-এর পাশাপাশি IB-র তরফেও সতর্ক করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

RSS Leader (Photo Credit: Twitter)

দিল্লি, ১ অক্টোবর:  কেরলের ৫ আরএসএস নেতা PFI-এর (পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া) 'হিটলিস্টে'। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। PFI-এর হিটলিস্টে যে ৫ আরএসএস নেতা রয়েছেন, তাঁদের নিরাপত্তা যাতে জোরদার হয়, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি আরএসএস নেতাদের  ' Y' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে।

NIA-এর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সতর্ক করা হয় সম্প্রতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যাতে কেরলের আরএসএস নেতাদের নিরাপত্তায় উপযুক্ত পদক্ষেপ করে, সে বিষয়ে জারি করা হয় সতর্কতা। NIA-এর পাশাপাশি IB-র তরফেও সতর্ক করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

আরও পড়ুন:   Russia-Ukraine War: ইউক্রেনের ৪ প্রদেশ দখলের ঘোষণা, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক NATO-র

জানা যাচ্ছে, কেরলের PFI নেতা মহম্মদ বশিরের বাড়ি থেকে একটি তালিকা উদ্ধার করেন গোয়েন্দারা। সেই তালিকাতেই কেরলের ৫ আরএসএস নেতার নাম পাওয়া যায় বলে খবর। মহম্মদ বশিরের বাড়ি থেকে যে তালিকা উদ্ধার করা হয়, তারপর থেকেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।