Coronavirus Outbreak: দেশের ৪০০ টি জেলায় থাবা বসাতে পারেনি করোনাভাইরাস
হর্ষ বর্ধন। তিনি বলেন, '৪০০ টি জেলায় এখনও পর্যন্ত করোনা থাবা বসাতে পারেনি। দেশের কোথায় কোথায় করোনাভাইরাস (Coronavirus) সংক্রমিত এলাকাগুলি ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছি।'
নয়াদিল্লি, ১৫ এপ্রিল: দেশের ৪০০টি জেলা এখনও পর্যন্ত করোনা-মুক্ত। এই জেলাগুলিতে এখনও পর্যন্ত করোনা থাবা বসাতে পারেনি। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন ( Union Health Minister Dr Harsh Vardhan)। তিনি বলেন, '৪০০ টি জেলায় এখনও পর্যন্ত করোনা থাবা বসাতে পারেনি। দেশের কোথায় কোথায় করোনাভাইরাস (Coronavirus) সংক্রমিত এলাকাগুলি ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছি।'
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, 'আগামী ২ থেকে ৩ সপ্তাহ ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের কাছে।' ইতিমধ্যেই আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জারি হয়েছে নীতি নির্দেশিকাও।
হর্ষ বর্ধন জানিয়েছেন, 'করোনা সংক্রমণ এখনও সেভাবে থাবা বসাতে পারেনি বিহারে। অন্যদিকে মহারাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ। কর্ণাটকের পরিস্থিতিও ভয়ঙ্কর। যদিও প্রতিটি রাজ্যই দক্ষতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছে। যেটা ভীষণ নিশ্চিন্তর।' দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার প্রায়। বুধবার নতুন করে ১১০০ জনের বেশি আক্রান্তের খোঁজ মিলেছে দেশজুড়ে।