Chennai IAF Airshow: চেন্নাইয়ের মেরিনা বিচে বায়ুসেনার এয়ার শোয়ে মারাত্মক ভিড়ে ৪ জনের মৃত্যু, ১২ লক্ষাধিকের উপস্থিতিতে বিশ্বরেকর্ড
চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচে এদিন ভারতীয় বায়ুসেনার এক বিশেষ এয়ার শো ইভেন্টের আয়োজিত হয়।
Chennai IAF Airshow: আকাশে সেনা বিমানের কেরামতি দেখার নেশায় তামিলনাড়ুতে দুর্ঘটনা। চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচে এদিন ভারতীয় বায়ুসেনার এক বিশেষ এয়ার শো ইভেন্টের আয়োজিত হয়। দু দশক পর বায়ুসেনার এয়ার শোয়ে-র এই ইভেন্ট দেখতে চেন্নাই সহ তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো লোক আসতে থাকেন। দেখতে দেখতে ১২ লক্ষাধিক মানুষের ভিড় হয় চেন্নাইয়ের IAF-র এয়ার শোয়ে।
ভিড়ের চাপ, মারাত্মক গরমে অসুস্থ হয়ে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। পাশাপাশি ২০ জন গুরতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। দেড়শোর জনের বেশী মানুষ অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক চিকিতসা করা হয়। আজ, রবিবার সকাল সাড়ে ১১টে থেকে দুপুর ১টা পর্যন্ত বায়ুসেনার এই এয়ার শো চলে।
চেন্নাইয়ে এয়ার শো দেখার ভিড়ে মৃত্যু
রবিবার সকাল সাতটা থেকে মানুষ মেরিনা বিচের ধারে ভিড় জমাতে শুরু করেন। দু কিলোমিটার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মানুষ এই এয়ার শো দেখতে থাকেন। পরিবারের লোকেদের গাড়ি, বাইক-স্কুটার, অটোয় করে বহু মানুষ সেখানে উপস্থিত হন। এত লোকের জন্য প্রস্তুত ছিল না চেন্নাই পুলিশও। পরে ভিড় বাড়তে থাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। তবে এড়ানো যয়ানি মৃত্য়ু।