Punjab Accident Video: বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত বর-সহ ৪, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

বিয়ে করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার ফলে প্রাণ হারাল বর-সহ ৪ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোগা জেলার।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

মোগা: বিয়ে করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার ফলে প্রাণ হারাল বর-সহ ৪ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) মোগা (Moga) জেলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোগা জেলায় বিয়ের অনুষ্ঠানের স্থানে বাড়ির লোকেদের নিয়ে একটি গাড়ি (Car) করে যাচ্ছিল বর। রাস্তায় একজায়গা দাঁড়িয়ে থাকা একটি লরির (Truck) পিছনে আচমকা সজোরে এসে ধাক্কা মারে তাদের গাড়ি। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু (death) হয় বর (Groom)-সহ তিনজনের। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে আরেকজন মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ বছরের একটি শিশুও আছে। দুর্ঘটনাস্থলে ভিডিয়োতে বরের গাড়ি হাল দেখে দুর্ঘটনার ভয়াবহতার কথা ভেবে চমকে উঠেছেন নেটিজেনরা। আরও পড়ুন: Uttar Pardesh: মেয়েকে ট্রেনে তুলতে গিয়ে ট্রেনেই কাটা পড়ে মৃত্যু হল বাবার, দেখুন প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ

দেখুন ভিডিয়ো: