Flight Bomb Threat: একদিনে তিরিশটির বেশি বিমানে বোমা হামলার হুমকি, জরুরি বৈঠক শেষে আশ্বস্ত করল সিভিল এভিয়েশন

শনিবার দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দর থেকে উড়ান নেওয়া এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাসা এয়ার, ভিস্তারা, স্পাইসজেট, স্টার এয়ার, এবং অ্যালায়েন্স এয়ার মিলিয়ে প্রায় ৩২টি বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credit: PTI)

সাম্প্রতিক সময়ে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে বিমানে বোমাতঙ্কের ঘটনা। এক দিনে তিরিশটিরও বেশি ভারতীয় বিমান সংস্থায় বোমা হামলার হুমকি এসেছে। শনিবার দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দর থেকে উড়ান নেওয়া এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাসা এয়ার, ভিস্তারা, স্পাইসজেট, স্টার এয়ার, এবং অ্যালায়েন্স এয়ার মিলিয়ে প্রায় ৩২টি বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। তবে তাদের মধ্যে কেবল একটি বিমানকেই গতিপথ বদলে জরুরি অবতারণের নির্দেশ দেওয়া হয়েছিল। বাকি সমস্ত ফ্লাইটগুলি তাদের গন্তব্যে অবতরণের পরে যাত্রীদের নামীয়ে নিরাপত্তা পরীক্ষা করা হয়।

শুক্রবার গভীর রাতে দিল্লি থেকে লন্ডনগামী ভিস্তারা (Vistara) বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ভিস্তারা UK17 বিমানটি যখন মাঝ আকাশে তখন তাতে বোমা রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়ানো হয়। সেই পোস্ট দেখা মাত্রই সতর্ক হয় বিমান কর্তৃপক্ষ। বিমানের পথ ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিমানবন্দরে (Frankfurt Airport) জরুরি অবতারণের নির্দেশ দেওয়া হয় চালককে। কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে লন্ডনের বদলে গন্তব্য বদলে রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ফ্রাঙ্কফুর্টে এসে পৌঁছয় যাত্রী বোঝাই বিমানটি। এরপর আতঙ্কিত যাত্রীদের একে একে নামিয়ে আনা হয় বিমান থেকে। শুরু হয় উড়ানের নিরাপত্তা পরীক্ষা। চলে বোমা উদ্ধারের কাজ। তবে শেষ পর্যন্ত ভিস্তারার বিমান থেকে কোন বোমা উদ্ধার হয়নি।

বাড়তে থাকা বোমাতঙ্কের পরিস্থিতির জেরে যাত্রীরা বিমানে চাপাএ ক্ষেত্রে কুণ্ঠা করছেন। মাঝ আকাশে যেভাবে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে দিনের পর দিন ধরে তাতে বিমানযাত্রা কিছুটা হলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আতঙ্কিত যাত্রীরা। এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে শনিবার ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS) নয়া দিল্লিতে এয়ারলাইন্সগুলোর সিইও এবং তাঁদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে। বৈঠক শেষে বিসিএএস ডিরেক্টর জুলফিকার হাসান যাত্রীদের আশ্বস্ত করেন, সমস্ত বাধ্যতামূলক প্রোটোকল অনুসরণ করা হচ্ছে এবং ভারতদের আকাশপথ নিরাপদ এবং সুরক্ষিত রয়েছে। যাত্রীদের কাছে তাঁর অনুরোধ, কোনরকম ভয় ছাড়াই প্রত্যেকে বিমান যাত্রা করতে পারেন। আরও বেশি করে বিমান যাত্রা করুণ।