GST On Online Gaming: আসক্তদের জন্য খারাপ খবর! অক্টোবর থেকে ২৮ শতাংশ জিএসটি দিতে হবে অনলাইন গেমিংয়ে; Video

অনেক অভিভাবকের সমস্যার সমাধান হলেও আজ জিএসটি কাউন্সিলের ৫১তম বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মন্তব্যর পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনলাইন গেমে আসক্ত আট থেকে আশির।

Photo Credits: pixabay

নয়াদিল্লি: অনেক অভিভাবকের সমস্যার সমাধান হলেও আজ জিএসটি কাউন্সিলের ৫১তম বৈঠকের (51st GST Council meeting) পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Union Finance Minister Nirmala Sitaraman) মন্তব্যর পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনলাইন গেমে আসক্ত আট থেকে আশির। অক্টোবর মাসের ১ তারিখ থেকে সমস্ত জুয়া (Betting) ও অনলাইন গেমিং (online gaming)-সহ এই ধরনের ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমন বলেন, "আশা করা হচ্ছে অক্টোবরের এক তারিখ থেকে অনলাইন গেমিং ও ক্যাসিনো (casinos) ব্যবসার ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি নেওয়া চালু হবে। আজকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে জিএসটি চালু হওয়ার ৬ মাস পরে বিষয়টি ফের পর্যালোচনা (reviewed) করে দেখা হবে। আর সেই ৬ মাস আজ থেকে নয় যেদিন থেকে চালু হবে তার ৬ মাস পর থেকে।"

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, "কাউন্সিলের সদস্যরা শেষ বৈঠকে করের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন। তা হল, সমস্ত রকমের জুয়ো ও গেমিং জাতীয় বিষয়, ক্যাসিনো, ঘোড়া দৌড় (horse racing), অনলাইন গেমিংয়ের ব্যবসায় ফেসভ্যালুর উপর ২৮ শতাংশ জিএসটি কর নেওয়া হবে।"

দেখুন ভিডিয়ো:

কর নেওয়া হলেও জুয়া বৈধ নয় বলেই পরে জানান কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা (Revenue Secretary Sanjay Malhotra)। তিনি বলেন, "জুয়া আজকে জিএসটির অন্তর্ভুক্ত হলেও এর মানে এটা নয় যে তা বৈধ (legal)। বাজি এবং জুয়া অবৈধ (illegal) ও করের অন্তর্ভুক্ত। অনলাইন গেমিংয়ের পর কর নেওয়ার সিদ্ধান্ত মানে এটাও কখনই নয় যে রাজ্যগুলিতে তা নিষিদ্ধ (banned) সেখানে তা চালু হয়ে যাবে।" আরও পড়ুন: Digital Personal Data Protection Bill 2023: অপেক্ষার অবসান! বৃহস্পতিবার লোকসভায় পেশ হবে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now