UP Road Accident Update: কানপুরে পুকুরে ট্রাক্টর ট্রলি উল্টে মৃত ২৬, আহত ২০
কানপুরে ভয়াবহ দুর্ঘটনা (UP Road Accident)। তীর্থযাত্রী সমেত ট্রাক্টরটলি গিয়ে পড়ল পুকুরে। এই ঘটনায় এখনও ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে।
কানপুর, ২ অক্টোবর: কানপুরে ভয়াবহ দুর্ঘটনা (UP Road Accident)। তীর্থযাত্রী সমেত ট্রাক্টরটলি গিয়ে পড়ল পুকুরে। এই ঘটনায় এখনও ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ২০ জন। মৃতদের মধ্যে মহিলা ও শিশুদের সংখ্যাই বেশি। উন্নাওয়ের চন্দ্রিকা মন্দির পরিদর্শনের পর তীর্থযাত্রী বোঝাই গাড়িটি ফিরছিল। কানপুরের ঘাটমপুর এলাকায় আচমকাই গাড়ি উলটে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগালে একের পর এক মৃতদেহ উঠে আসে।আরও পড়ুন-Ankita Bhandari Murder Case: অঙ্কিতা হত্যার তিন চক্রীকে পুলিশ হেফাজতে নিল SIT
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক টুইট করেছেন প্রধানমন্ত্রী। তিনি মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা। অন্য এক টুইট বার্তায় শোক প্রকাশ করে রাজ্যবাসীকে আর ট্রাক্টরট্রলি ব্যবহার না করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।