Police Recruitment Test: পুলিশের চাকরি পেতে মরিয়া দৌড়ে মৃত্যু চাকরিপ্রার্থীর, অফার লেটারের বদলে যাবে ডেথ সার্টিফিকেট
চাকরিটা ওর খুব দরকার ছিল। খুব, খুব দরকার। মুম্বই পুলিশে নিয়োগ পরীক্ষা হবে শুনে কার্যত সারারাত জেগে মাঠে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে নেমেছিল ২৬ বছরের গণেশ উত্তম উগালে।
চাকরিটা ওর খুব দরকার ছিল। খুব, খুব দরকার। মুম্বই পুলিশে নিয়োগ পরীক্ষা (Mumbai police recruitment test) হবে শুনে কার্যত সারারাত জেগে মাঠে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে নেমেছিল ২৬ বছরের গণেশ উত্তম উগালে। পুলিশের চাকরি পেতে হলে রুটিনমাফিক যেসব ধাপ পের হতে হয়, সেরকম দুটো ধাপ টপকানোর পর গণেশের সামনে এসে পড়ে ১৬০০ মিটার দৌড়ের পরীক্ষা। সেই দৌড়ে পাশ করতে পারলে খুলতে পারত পরের সুযোগ।
আর তাই চাকরি পেতে মরিয়া গণেশ একেবারে সর্বস্ব উজাড় করে দৌড় দেয়। কিন্তু কিছুটা দৌড়নোর পরেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ও। এরপর সবাই ছুটে গিয়ে দেখে গণেশের নিথর দেহটা পড়ে আছে মুম্বইয়ে পুলিশ নিয়োগ পরীক্ষার মাঠে। গণেশের মৃত্যু নিয়ে বিবৃতি দিয়েছে মুম্বই পুলিশ। রুটিনমাফিক বিবৃতি।
গণেশের মৃত্যুতে তদন্ত চলছে, কেস দায়ের হয়েছে। কিন্তু সব তদন্তে সবটা জানা যায় না বলে অপবাদ আছে। একটা চাকরির অফার লটারের জন্য যে মরিয়া দৌড়টা দিয়েছিল গণেশ, তার জবাবে তার বাড়িতে ডেথ সার্টিফিকেট পৌঁছে যাবে। আরও পড়ুন-ভারতীয় বায়ুসেনার বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এল ১২ টি চিতা, কুনোতে ৮ থেকে বেড়ে চিতা হবে ২০ (দেখুন ভিডিও)
দেখুন টুইট
প্রাথমিকভাবে বলা হয়েছে, ১৬০০ মিটার দৌড়ের সময় গণেশের মাথা ঘুরে গিয়েছিল। কেউ বলছেন, গণেশ খালি পেটে ছিল। অনেকেই বলছেন, মুম্বইয়ের গরমের কথা। আবার এমনও শোনা যাচ্ছে গণেশের শারীরিক অবস্থা ঠিক ছিল না। আসলে ব্যাপারটা কী তদন্ত হলে জানা যাবে, বা হয়তো সেভাবে জানা গেলেও খোঁজ নেওয়া হবে না। চাকরিপ্রার্থীদের খবর আর কেই বা রাখে। গণেশের মরিয়া দৌড়ে মৃত্যুটা অনেক কিছু বলে গেল। চাকরিটা আসলে গণেশের খুব দরকার ছিল, আমাদেরই মত।