Kanpur Rape: ২২ বছরের নার্সকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বেসরকারি হাসপাতালের ডিরেক্টর

এরপরই ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মাদকের দ্বারা অজ্ঞান করে তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, নির্যাতিতাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ এবার কানপুর(Kanpur )। এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল বেসরকারি হাসপাতালের(Private Hospital) ডিরেক্টরের(Director) বিরুদ্ধে। পার্টিতে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় এই ঘটনা ঘটানো হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ওই নার্সের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কল্যাণপুরের এসিপি অভিষেক পাণ্ডে জানিয়েছেন, বিগত কিছু মাস ধরে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন ওই নির্যাতিতা। রবিবার হাসপাতালের সহকর্মীদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন বছর ২২-এর ওই তরুণী। রাত হলে কিছু কাজের বাহানায় কিছুক্ষণ থেকে যাওয়ার অনুরোধ জানায় অভিযুক্ত। এরপরই ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মাদকের দ্বারা অজ্ঞান করে তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, নির্যাতিতাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

২২ বছরের নার্সকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বেসরকারি হাসপাতালের ডিরেক্টর



@endif