Mumbai Rains: মুম্বইয়ে ব্যাপক বৃষ্টিতে মৃত্যু বেড়ে ২২, জলে ভাসা মায়ানগরীতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস

মুম্বইয়ে ব্যাপক বৃষ্টিতে গোটা শহর একেবারে বিপর্যস্ত। সিটি অফ ড্রিমস এখন সিটি আন্ডার ওয়াটার। বলিউডের শহরে প্রবল বৃষ্টিপাতের ফলে ১১টি ভিন্ন ঘটনায় মৃত্যু বেড়ে ২২ হয়েছে।

Representational Image | (Photo Credits: PTI)

মুম্বই, ১৮ জুলাই: মুম্বইয়ে ব্যাপক বৃষ্টিতে গোটা শহর একেবারে বিপর্যস্ত (Mumbai Rains)। 'সিটি অফ ড্রিমস' এখন 'সিটি আন্ডার ওয়াটার'। বলিউডের শহরে প্রবল বৃষ্টিপাতের ফলে ১১টি ভিন্ন ঘটনায় মৃত্যু বেড়ে ২২ হয়েছে। এখনও জলের তলায় শহরের বেশ কয়েকটি জায়গা। রবিবার রাতে মুম্বইয়ের কিছু এলাকায় ৩-৪ ঘণ্টায় ১৯৭ মিলিমিটার থেকে ২৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)

মুম্বইয়ের একাধিক এলাকা এখনও জলমগ্ন। হনুমান নগর, কান্দিভালি ইস্ট এলাকায় বেশ কিছু বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। সায়নের রেললাইন ট্র্যাক জলের তলায় ডুবে। ফলে ব্যাহত হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা।

গান্ধী মার্কেট এলাকাও জলের তলায় ডুবে। মুম্বইতে আগামী ২৪ ঘণ্টা জারি রয়েছে কমলা সতর্কতা।

সব মিলিয়ে মুম্বইয়ে (Mumbai) প্রবল ভারী বর্ষণে (Rainfall) ত্রাহি ত্রাহি অবস্থা। ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। কোথাও এক কোমর জল। বর্ষার মরশুমে এই প্রথম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মুম্বইতে। রবিবার এক বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল মুম্বই। চেম্বুরের (Chembur) ভারত নগর এলাকায় ঝুপড়ির ওপর দেওয়াল ভেঙে পড়ে প্রাণ হারালেন ১১ জন বস্তিবাসী। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ বাহিনী। ইতিমধ্যে, মুম্বইয়ের দমকল বাহিনী ১৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। অন্যদিকে, ভিক্রোলিতে বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছে ৩ জন।