IPL Auction 2025 Live

Muzaffarpur Shocker: ফিরল মোতিহারির ভয়াবহ স্মৃতি! মুজাফ্ফরপুরে বিষ মদ খেয়ে মৃত দুই, অন্ধ হল তিন

ফের তাজা হয়ে উঠল গত এপ্রিল মাসে বিহারের মোতিহারির ভয়াবহ স্মৃতি। সেখানে বিষ মদে খেয়ে মৃত্যু হয়েছিল অনেক জনের। রবিবার সেই ঘটনার যেন পুনরাবৃত্তি হল মুজাফ্ফরপুর জেলায়।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

মুজাফ্ফরপুর: ফের তাজা হয়ে উঠল গত এপ্রিল মাসে বিহারের (Bihar) মোতিহারির ভয়াবহ স্মৃতি (Motihari horror)। সেখানে বিষ মদে (spurious liquor) খেয়ে মৃত্যু (Death) হয়েছিল অনেক জনের। রবিবার সেই ঘটনার যেন পুনরাবৃত্তি হল মুজাফ্ফরপুর (Muzaffarpur) জেলায়। বিষ মদ খেয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর দৃষ্টিশক্তি হারিয়ে (lost eyesight) অন্ধ হয়েছে তিনজন।

পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছে উমেশ শাহ ও ধর্মেন্দ্র রামের। বিষ মদ খেয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ওই বিষ মদের সরবরাহ করার অভিযোগে দুজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। তাদের জেরা করে এই বিষ মদ চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

এপ্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে মুজাফ্ফরপুরের পুলিশ সুপার অভিশেক দীক্ষিত বলেন, "আমরা খবর পাই যে দুই ব্যক্তি আচমকা অসুস্থ হয়ে মারা গেছেন। আর ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর জানা যায়, মৃতরা দেশীয় পদ্ধতি তৈরি মদ খেয়েছিল। তার বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই মৃত্যুর ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।"

প্রসঙ্গত উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিহারের মোতিহারিতে বিষ মদ খাওয়ার জেরে ২৭ জনের মৃত্যু হয়। যার জেরে তুমুল শোরগোলের সৃষ্টি হয়েছিল বিহারের রাজ্য রাজনীতিতে। আরও পড়ুন: Ayodhya Ram Mandir: জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত আড়াই হাজার বিশিষ্টর তালিকায় কারা