Monkeypox: নাইজেরিয়া ফেরৎ ব্যক্তি আক্রান্ত মাঙ্কিপক্সে, দিল্লিতে আরও ২আক্রান্ত? আতঙ্ক

এর আগেও দিল্লিতে একজনের শরীরে মাঙ্কিপক্স থাবা বসায়। তবে ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই বলে জানা যায়। বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কীভাবে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন, তা নিয়ে শোরগোল শুরু হয়।

Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ২ অগাস্ট: দিল্লিতে (Delhi) আরও একজনের শরীরে মিলল মাঙ্কিপক্সের (Monkeypox) ভাইরাস। নাইজেরিয়া ফেরৎ এক ব্যক্তি দেশে ফেরার পরপরই মাঙ্কিপক্সে আক্রান্ত হন। তাঁর চিকিৎসা চলছে। দিল্লির এলএনজেপি হাসপাতালের তরফে এমনই জানানো হয়েছে। নাইজেরিয়া ফেরৎ ব্যক্তি যেমন মাঙ্কিপক্সে আক্রান্ত বলে খবর মেলে, তেমনি আরও ২ জন ওই হাসপাতালে ভর্তি। তাঁরাও মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন বলে খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু বলা হয়নি হাসপাতালের তরফে। ওই দুই ব্যক্তিরও সমস্ত পরীক্ষানীরিক্ষা চলছে বলে জানান হাসপাতালের চিকিৎসক সুরেশ কুমার। প্রসঙ্গত এর আগেও দিল্লিতে একজনের শরীরে মাঙ্কিপক্স থাবা বসায়। তবে ওই ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই বলে জানা যায়। বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কীভাবে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন, তা নিয়ে শোরগোল শুরু হয়।

এদিকে ভারতে (India)  প্রথম মাঙ্কিপক্সে মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলের থ্রিশুরে ফেরার পর এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হলে, তাঁকে ২৭ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তির কয়েকদিনের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: Priyanka Chopra: ইউনিসেফের দূত, ইউক্রেনের শরণার্থীদের পাশে প্রিয়াঙ্কা

কেরলের ত্রিবান্দ্রামেও এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হন। বর্তমানে তাঁরও চিকিৎসা চলছে।