S Jaishankar: 'পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন আলোচনার সময় শেষ', কড়া বার্তা জয়শঙ্করের
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি পাকিস্তানের। অক্টোবরে যে বৈঠক হবে পাকিস্তানে, তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেন।
দিল্লি, ৩০ অগাস্ট: এবার ফের পাকিস্তানকে (Pakistan) কড়া কথা শোনালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে ক্রমাগত আলোচনা চালানোর সেই দিন শেষ হয়ে গিয়েছে। জয়শঙ্করের কথায়, পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ হয়েছে। কর্মের ফলাফল রয়েছে। জম্মু - কাশ্মীরের ক্ষেত্রে ৩৭০ ধারা লাগু হয়েছে। তাই পাকিস্তানের সঙ্গে কোন ধরনের সম্পর্ক থাকবে, তা নিয়ে আলোচনার সময় এসেছে বলে মন্তব্য করেন ভারতের (India) বিদেশমন্ত্রী (MEA)। পাকিস্তান নয়, আফগানিস্তানের মানুষের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর।
প্রসঙ্গত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি পাকিস্তানের। অক্টোবরে যে বৈঠক হবে পাকিস্তানে, তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেন। যদিও ভারতের তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে বারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের দাবির পরপরই এবার ইসলামাবাদের বিরুদ্ধ পালটা তোপ শানালেন জয়শঙ্কর।