Zee Cine Awards 2023 Winners List: অপ্রত্যাশিত নয়, বছরের সেরা সিনেমার পুরস্কার কাকে দিল জি
জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে জয়জয়কার বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস-এর। দর্শকদের পছন্দের সেরা অভিনেতার পাশাপাশি বছরের সেরা সিনেমার পুরস্কার পেল দ্য কাশ্মীর ফাইলস।
জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে জয়জয়কার বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস-এর। দর্শকদের পছন্দের সেরা অভিনেতার পাশাপাশি বছরের সেরা সিনেমার পুরস্কার পেল দ্য কাশ্মীর ফাইলস। এই সিনেমার জন্য দর্শকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অনুপম খের।
জি সিনে অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা অভিনেতার পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান। বক্স অফিসে বড় সাফল্য পাওয়া ভুল ভুলাইয়া টু-তে অসাধারণ অভিনের জন্য এই পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান। সঞ্জয় লীলা বনশালীর গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট। আরও পড়ুন-'নাটু নাটু' গানে নাচছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ও দূতাবাসকর্মীরা, ভাইরাল ভিডিয়ো দেখে প্রশংসা মোদির
পারফরমার অফ দ্য ইয়ার বিভাগে পুরুস্কার জিতলেন অভিনেতা বরুণ ধাওয়ান (যুগ যুগ জিও ও ভেদিয়া), ও অভিনেত্রী কিয়ারা আদবানী (যুগ যুগ জিও এবং ভুল ভুলাইয়া ২)। সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন অনিল কাপুর।
এক নজরে জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৩
সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিওয়াড়ি)
সেরা অভিষেক: রশ্মিকা মন্দনা (গুডবাই)
সেরা সহ অভিনেতা: জুগজুগ জিও (অনিল কাপুর)
দর্শকদের পছন্দে সেরা অভিনেতা: অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)
দর্শকদের পছন্দে সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (ডার্লিংস)
পারফরমার অফ দ্য ইয়ার (পুরুষ): বরুণ ধাওয়ান (যুগ যুগ জিও, ভেদিয়া)
পারফরমার অফ দ্য ইয়ার (মহিলা): কিয়ারা আদবানী (যুগ যুগ জিও, ভুল ভুলাইয়া ২)
সেরা সিনেমা: দ্য কাশ্মীর ফাইলস