Salman Khan Death Threat: সলমন খানকে হুমকি দেওয়া অভিযুক্ত ইউটিউবারকে গ্রেফতার করল পুলিশ

বলি অভিনেতা সালমান খানের কাছে মুক্তিপণ দাবির মামলায় সাফল্য পেয়েছে মুম্বই পুলিশ।

Salman Khan (Photo Credits: X)

নয়াদিল্লি: অভিনেতা সলমন (Actor Salman Khan) খানকে হত্যার হুমকি ও মুক্তিপণ দাবির মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে মুম্বই পুলিশ। কর্ণাটক থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, অভিযুক্তের নাম সোহেশ পাশা। তিনি একজন ইউটিউবার এবং গীতিকার। ওয়ারলি পুলিশ এই মাসের ৬ তারিখে কর্ণাটক থেকে ভিকারাম জলরাম বিষ্ণোইকে গ্রেপ্তার করেছিল৷ তিনি কর্ণাটকের হাভেলির বাসিন্দা ছিলেন, আজ পাশার গ্রেফতার এই মামলায় নতুন মোড় নিয়েছে।

কয়েকদিন আগে ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুম নম্বরে পাওয়া হুমকির পরিপ্রেক্ষিতে ওয়ারলি পুলিশ এই গ্রেফতার করেছে। লরেন্স বিষ্ণোই নামে এক ব্যক্তি ৫ কোটি টাকা মুক্তিপণ দাবি করে বলিউড অভিনেতা সলমন খানকে হত্যার হুমকি দিয়েছিল। এর মঙ্গলবার বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি দেওয়ার জন্য কর্ণাটক ইউটিউবার সোহেল পাশাকে গ্রেফতার করেছে পুলিশ।



@endif