Sara Ali Khan: সইফ-কন্যা সারার নয়া প্রেমিক অর্জুন বাজওয়া? রাজনীতিবিদের সঙ্গে সম্পর্কে নায়িকা?

এর আগে কখনও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত আবার কখনও কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলি খানের নাম জড়ায়। এমনকী জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার দাদা ভীর পাহাড়িয়ার সঙ্গেও সারা সম্পর্কে জড়ান বলে শোনা যায়।

Sara Akli Khan With Arjun Pratap Bajwa (Photo Credit: Reddit/Instagram)

মুম্বই, ৩১ অক্টোবর: ফের কেদারনাথ দর্শনে গেলেন সারা আলি খান। প্রথম ছবি কেদারনাথের সময় থেকে সারা আলি খানের সঙ্গে ওই স্থানের এক ভিন্ন সম্পর্ক গড়ে উঠেছে। সেই সূত্র ধরেই সারা আলি খান ফের কেদারনাথে যান। মন্দাকিনি নদীর পাড়ে তাঁকে বসে থাকতে দেখা যায়। সারা যখন কেদারনাথে যান, তার সঙ্গে কি ছিলেন মডেল, রাজনীতিবিদ অর্জুন প্রতাপ বাজওয়া? এমন প্রশ্ন তোলা হয় রেডিটের তরফে। সারা আলি খান যেমন কেদারনাথের বিভিন্ন স্থানের ছবি শেয়ার করেন, অর্জুন বাজওয়াকেও একাধিক ছবি শেয়ার করতে দেখা যায়। তবে ,সারা কিংবা অর্জুনের কেউ একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেননি।

কেদারনাথ দর্শনে সারার সঙ্গে অর্জুন বাজওয়া?

 

Is this Sara's boyfriend...which reddit was thinking that she is secretly dating

byu/lalaland_butterfly inBollyBlindsNGossip

রেডিটের তরফে সারা এবং অর্জুন বাজওয়া ডেট করছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও সারা আলি খান কিংবা অর্জুন বাজওয়া এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।

জানা যায়, পাঞ্জাবের এক নামজাদা রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান অর্জুন বাজওয়া। রাজনীতির সঙ্গে যিনি মুম্বইতে মডেলিংও করেন বলে খবর মেলে।

এর আগে কখনও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত আবার কখনও কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলি খানের নাম জড়ায়। এমনকী জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার দাদা ভীর পাহাড়িয়ার সঙ্গেও সারা সম্পর্কে জড়ান বলে শোনা যায়। তবে সম্পর্ক একাধিক হলেও, একের পর এক বিচ্ছেদের খবরও সারাকে জড়িয়ে উঠে আসতে শুরু করে।



@endif