সলমন খানের কাছে 'তেরে নাম' এত স্পেশাল কেন

১৬ বছর পর রাধের প্রত্যাবর্তন! ১৬ বছর পর 'তেরে নাম' (Tere Naam) -এর প্রত্যাবর্তন। পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik) ঘোষণা করলেন, তিনি 'তেরে নাম টু'-এর কাজ শুরু করতে চলেছেন।

সল্লু রাধে হয়ে ভক্তদের কাঁদিয়েছিলেন।

১৬ বছর পর রাধের প্রত্যাবর্তন! ১৬ বছর পর 'তেরে নাম' (Tere Naam) -এর প্রত্যাবর্তন। পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik) ঘোষণা করলেন, তিনি 'তেরে নাম টু'-এর কাজ শুরু করতে চলেছেন। 'তেরে নাম'-এর সিক্যুয়েলের শ্য়ুটিংবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। তবে সলমন খান (Salman Khan) ভক্তরা খবরটা শুনেই লাফিয়ে উঠছেন। সল্লু ভক্তদের যদি তাদের প্রিয় নায়কের একটা সবচেয়ে পছন্দের সিনেমা বাছতে বলেন, কমন উত্তর হবে-তেরে নাম। ২০০৩ সালে মুক্তি পাওয়া সতীশ কৌশিক পরিচালিত এই সিনেমায় সলমন খানের অভিনয়ে মজেছিলেন দেশের সিনেপ্রেমীরা। সেই বছর সমালোচক, বক্স অফিস পছন্দের বিষয় মিলিয়ে সবচেয়ে বড় হিট ছিল 'তেরে নাম'। সলমন খান বারবার বলেন, তাঁর কেরিয়ার বড় বড় অনেক হিট আছে। তবে তিনি 'তেরে নাম' সিনেমাটাকে সব সময় স্পেশাল মনে করেন। কিন্তু কেন!

১) সল্লু তাঁর ভক্তদের কাঁদিয়ে ছিলেন

২) ব্র্যান্ড সল্লুর শুরুওয়াত

৩) টানা ফ্লপের পর মেগাহিটের খোঁজ

৪) অভিনেতা সলমনের দেখা মেলে



@endif