West Bengal Assembly Election 2021 : "তোমরা যত মারবে, মানুষ তত জাগবে", তৃণমূলকে আক্রমণ রুদ্রর
কলকাতা, ৩ এপ্রিল : তৃণমূল কংগ্রেস প্রচারে (West Bengal Assembly Election 2021) বাধা দিচ্ছে। তৃণমূলের জন্য তিনি প্রচার করতে পারছেন না। সম্প্রতি এমন অভিযোগে সরব হন বিজেপির (BJP) ভবানীপুরের প্রার্থী রুদ্রনীল ঘোষ। বার বার অভিযোগের জেরে এবার পুলিশি ঘেরাটোপের মাঝে প্রচার পর্ব সারলেন রুদ্রনীল ঘোষ।
ভবানীপুরে প্রচারের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন বিজেপির তারকা প্রার্থী। যেখানে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায় রুদ্রকে (Rudranil Ghosh)। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রুদ্রনীল। শুধু তাই নয়, পরাজয়ের ভয়েই তৃণমূল কংগ্রেস তাঁদের প্রচারে বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন অভিনতা।
আরও পড়ুন : Somy Ali On Bollywood : বহু পরিচালকই তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চান, বিস্ফোরক সলমনের প্রাক্তন সোমি
ভবানীপুরে পুলিশি ঘেরাটোপে চললো প্রচার।কারণ,রোজ আইনকে বুড়ো আংগুল দেখিয়ে তৃণমূলের গুন্ডারা আমায় বাড়ি বাড়ি প্রচারে বাধা...
Posted by Rudranil Ghosh on Friday, April 2, 2021
এসবের পাশাপাশি রুদ্র আরও বলেন, "তোমরা যত মারবে, মানুষ তত জাগবে"। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসকে যে রুদ্র এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নন, তা স্পষ্ট।