Wayanad Landslide: ধস বিধ্বস্ত ওয়েনাড়ের জন্য ২৫ লক্ষের অনুদান ধনুষের

Dhanush Donates 25 Lakhs To Wayanad.jpg (Photo Credit: Instagram)

কেরলের (Kerala) ওয়েনাড়ে (Wayanad)  ভয়াবহ ভূমিধসের (Landslide) পর এবার দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেতা ধনুষ (Dhanush) । ওয়েনাড়ের জন্য কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ ২৫ লক্ষের অনুদান দেন অভিনেতা। গত ৩০ জুলাই কেরলের ওয়েনাড়ের একাধিক এলাকায় ভয়াবহ ধস নামে। পুঞ্জিরিমাত্তম, মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা, মেপাডি, কুনহোম-সহ আরও বেশ কিছু এলাকায় ভয়াবহ ধস নামে। যার জেরে প্রায় ৩০০ মানুষের মৃত্যুর খবর মেলে। ওয়েনাড়ে ভয়াবহ ধসের জেরে এখনও পর্যন্ত ধস বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজ করছে বিপর্যয় মোকাবিলাকারী দল। এবার সেই ধস বিধ্বস্ত এলাকার মানুষের জন্য ২৫ লক্ষের অনুদান দিলেন ধনুষ।

দেখুন ট্যুইট...