Anushka Sharma: মা হওয়ার পর ভোল বদল, প্রকাশ্যে অনুষ্কার নয়া লুক
মেয়ে ভামিকার জন্মের পর থেকে নিজেদের জীবনকে আরও বেশ কিছুটা আঁটসাট করে ফেলেছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি।
মুম্বই, ২৫ জুন: এবার নয়া লুকে সামনে এলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। নিজের নয়া লুকের ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেন বলিউড (Bollywood) অভিনেত্রী। সন্তানের জন্মের পর থেকে ক্রমাগত চুল পড়ে যেতে শুরু করে তাঁর। সেই কারণেই তিনি চুল কাটিয়ে লুক পালটে পেলেছেন বলে জানান অভিনেত্রী।
দেখুন...
View this post on Instagram
মেয়ে ভামিকার জন্মের পর থেকে নিজেদের জীবনকে আরও বেশ কিছুটা আঁটসাট করে ফেলেছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। মেয়ের জন্মের পর থেকে পাপারাৎজি যাতে তাঁদের বেশি বিরক্ত না করে, তার জন্য একাধিকবার আবেদন করেন এই পাওয়ার কাপল।
আরও পড়ুন: Kasba Fake Vaccine Row: 'বিজেপি গুজব ছড়াচ্ছে, জাল ভ্যাকসিন কেন্দ্রের পর্দা ফাঁস মিমির কৃতিত্বে'
এমনকী, পাপারাৎজিকে উপহার পাঠিয়ে নিজেদের আবেদনের কথা প্রকাশ করেন বিরাট-অনুষ্কা। ওই ঘটনার পর থেকে বিরাট কোহলি(Virat Kohli), অনুষ্কা শর্মার মেয়ের নাম প্রকাশ্যে এলেও, তার লুক নিয়ে কাটাছেঁড়া করতে দেখা যায়নি নেট জনতাকে (Netizen)।