Uorfi Javed: 'যতক্ষণ না গোপন অঙ্গ দেখাচ্ছি ততক্ষণ গ্রেফতার হব না', বিস্ফোরক মন্তব্য উরফি জাভেদের
যতই তাঁকে নিয়ে বিতর্কের ঝড় উঠুক কেন, মুখে কুলুপ আঁটবেনই না উরফি জাভেদ সোমবার তাঁর বিরুদ্ধে অভিযোগকারী মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চার সভাপতি চিত্রা কিশোর ওয়াগকে বুঝিয়ে দিলেন তিনি চুপ করে থাকার বান্দা নন!
মুম্বই: যতই তাঁকে নিয়ে বিতর্কের ঝড় উঠুক কেন, মুখে কুলুপ আঁটবেনই না উরফি জাভেদ (Uorfi Javed)! সোমবার তাঁর বিরুদ্ধে অভিযোগকারী মহারাষ্ট্রের (Maharastra) বিজেপির (BJP) মহিলা মোর্চার সভাপতি চিত্রা কিশোর ওয়াগকে (Chita kishor Wagh) বুঝিয়ে দিলেন তিনি চুপ করে থাকার বান্দা নন! জানালেন, তিনি যতক্ষণ না নিজের সম্পূর্ণ স্তন (Nipples) ও যোনি (Vagina) দেখাচ্ছেন ততক্ষণ গ্রেফতার (Arrest) হবেন না।
একটি টুইট করে চিত্রা জানান, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।”
এর আগে প্রকাশ্যে অশ্লীল পোশাক পরার অভিযোগ তুলে উরফির বিরুদ্ধে মামলা করেন মুম্বইয়ের আইনজীবী আলি কশিফ খান দেশমুখ। অন্ধেরি থানায় আইনজীবী অভিযোগপত্রে লেখেন, উরফির পোশাক দেশের সংস্কৃতি নষ্ট করছে। নতুন প্রজন্মকে বিপথে নিতে যাচ্ছে! তবে এই অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি উরফি।