সানি লিওন-এর প্রথম চুম্বনটা পেয়েছেন ইনিই!

সানিকে সাক্ষাত্কারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময় নানা কথা জিজ্ঞাসা করা হয়। সানি লিওন তাঁর ব্যক্তিগত জীবনের কথা বললেই বেশিরভাগ সময়ই তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের কথা বলেন।

Sunny Leone ((Photo Credits: Instagram)

অ্যাডাল্ট সিনেমা থেকে বলিউডে এসে তুমুল জনপ্রিয়তা পাওয়া সানি লিওন (Sunny Leone)-কে নিয়ে নানা সময় নানা খবর জানা যায়। নীল ছবির দুনিয়া থেকে এসে বলিউডে এত বড় উত্থানের পিছনে সানি লিওনের জীবনের নানা কথা নিয়ে বায়োপিকও বানিয়েছে এক ওটিটি প্ল্যাটফর্ম। সানি লিওনকে সাক্ষাত্কারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময় নানা কথা জিজ্ঞাসা করা হয়। সানি লিওন তাঁর ব্যক্তিগত জীবনের কথা বললেই বেশিরভাগ সময়ই তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber)-এর কথা বলেন। অনেকেই জানেন, ড্যানিয়েল-ই সানির কেরিয়ারে সব দিক সামলান। এমনও শোনা গিয়েছে সব শ্য়ুটিং স্পটে সানি লিওন তাঁর স্বামীকে নিয়ে যান। পর্ন দুনিয়া থেকে সানির বলিউডে আসার পিছনেও নাকি ড্যানিয়েলের বড় অবদান আছে।

Sunny Leone (Photo Credits: Instagram)

তবে সানি লিওনের জীবনের প্রথম প্রেম কিন্তু ড্যানিয়েল নন। এক কানাডিয়ান ম্যাগাজিনের খবর অনুযায়ী ২০০৭ সাল পর্যন্ত সানি লিওন চুটিয়ে প্রেম করতেন কানাডার জনপ্রিয় কমেডিয়ান রাসেল ডমেনিক পিটার্স (Russell Dominic Peters)-এর সঙ্গে। রাসেল সিনেমা, টিভি, রেডিও-তে বিভিন্ন শো করে জনপ্রিয়তা পেয়েছেন। রাসেলের মাধ্যমেই জানা যায় সানি লিওনের জীবনের কথা।

রাসেল সানির সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে জানান, দারুণ ছিল সে সব দিন। সানি লিওনের খুব প্রশংসাও করেন তিনি। সঙ্গে রাসেল হাসতে হাসতে বলেন, পর্দার বাইরে সানি লিওনের প্রথম চুম্বনটা তিনিই পেয়েছেন। সানি লিওন অবশ্য তাঁর পুরনো সম্পর্ক নিয়ে কিছু বলেন। রাসেলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ্যের পর সানি ধীরে ধীরে পর্নস্টার ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এমনও শোনা যায় প্লে বয় এন্টারপ্রাইসের ভাইস প্রেডিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গেও প্রেম করেন সানি।



@endif