Elvish Yadav: 'এক কোটি টাকা চাই, নাহলে...' বিগ বস ওটিটি বিজয়ী এলভিশকে হুমকি ফোন, গুজরাট থেকে গ্রেফতার ১
নিজের বিলাসবহুল জীবনযাপন এবং দামি গাড়ির কারণে প্রায়ই পেজ থ্রির পাতায় ঘোরাফেরা করেন এলভিশ যাদব। তাঁকে ফোন করে চাঁদাবাজির অভিযোগ উঠল। দায়ের হল এফআইআর।
বিগ বস ওটিটি ২ (Bigg Boss OTT) বিজয়ী এলভিশ যাদবকে ( Elvish Yadav) হুমকি ফোন। ১ কোটি টাকার দাবি। নিজের বিলাসবহুল জীবনযাপন এবং দামি গাড়ির কারণে প্রায়ই পেজ থ্রির পাতায় ঘোরাফেরা করেন এলভিশ যাদব। তাঁকে ফোন করে চাঁদাবাজির অভিযোগ উঠল। দায়ের হল এফআইআর।
২৫ অক্টোবর গুরুগ্রাম সেক্টর ৫৩ থানায় ইউটিউবার তথা বিগ বস ওটিটি ২ বিজয়ীকে হুমকি ফোন করে ১ কোটি টাকা দাবি করার একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে এলভিশ জানিয়েছেন, অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। উলটো দিক থেকে ১ কোটি টাকা দাবি করে হুমকি দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ শুরু করে গুরুগ্রাম পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দিল্লির ওয়াজিরাবাদ গ্রাম থেকে ওই ফোন এসেছিল। এলভিশকে ফোন করে চাঁদাবাজির অভিযোগে আজ শুক্রবার পুলিশ গুজরাট থেকে একজনকে গ্রেফতার করেছে।