Top 5 Bollywood Songs 2023: মন ভালো করা বছরের সেরা ৫টি গান, দেখুন 

বছরের সেরা গানের তালিকায় কোন ৫টি গান এগিয়ে রয়েছে দেখে নিন।

Top 5 Bollywood Songs (Photo Credit: Instagram)

গান আমাদের বিনোদনের একটা বড় অংশ। আমরা আন্দন পেলে গান শুনি, উৎসবে গান শুনি, কেউ কেউ দুঃখ পেলে গান শুনি, অনেকে কাজ করতে করতে গান শোনেন। গান আমাদের মুহূর্তের মধ্যে মোন ভালোও করে দেয়, এই বছর বলিউডের কোন গানগুলি সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে তা কি আপনি জানেন? চলুন দেখে নেওয়া যাক।

চালেয়া (Chaleya)

‘জওয়ান’ সিনেমা জেমন বক্স অফিসে ঝড়ের বেগে ব্যবসা করছে, তেমনই ‘জওয়ান’-এর গান ‘চালেয়া’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

 

বেশরম রং (Besharam Rang)

বলিউডের বক্স অফিসে ঝড় তোলে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’। আর সেই ছবির ‘বেশরম রং’ গানটি ভারতীয়র কাছে জনপ্রিয় গান হয়ে ওঠে। গানটি যেমন প্রশংসা পেয়েছে, তেমনই বিতর্কও চলেছে গানটির দৃশ্য নিয়ে।

 

হোয়াট ঝুমকা? (What Jhumka?)

করণ জোহরের ছবি ‘রকি অওর রানি কি প্রেম কহানি’র ‘হোয়াট ঝুমকা’ গানটি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। গানটি ব্যবহার করে নানারকম রিলে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া।

 

ম্যায় নিকলা (Mai Nikla)

'ম্যায় নিকলা গাড্ডি লেকে’ ২০০১-এ 'গদর' সিনেমার গানটি একটু অন্যভাবে। নতুন ভাবে 'গদর-২'-এর জন্য তৈরি করা হয়, যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে।

 

রামাইয়া বস্তাবইয়া (Ramaiya vastavaiya)

‘জওয়ান’ ছবিটির তৃতীয় গান ‘ রামাইয়া বস্তাবইয়া’ ব্যপক জনপ্রিয়তা পায়।