Nusrat Jahan: গর্ভ নিরোধকের বিজ্ঞাপন, 'সিঁদুরকে অপমান করছেন' বলে কটাক্ষ নুসরতকে

যদিও নেট জনতার কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

নুসরত জাহান

কলকাতা, ২২ জুন: ফের তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) নুসরত জাহানকে ফের কটাক্ষ করলেন নেট জনতার একাংশ। গর্ভনিরোধকের বিজ্ঞাপন করতে গিয়ে নুসরত জাহান কেন সিঁদুর পরলেন, তা নিয়ে কটাক্ষের মুখে পড়েন।

এমনকী,নুসরত জাহান (Nusrat Jahan) সিঁদুর পরে 'নোংরামো' করছেন বলেও কটাক্ষ করা হয়।

যদিও নেট জনতার কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। উল্টে নিজের নয়া ছবি শেয়ার করেন নুসরত। নিজের মনকে শান্ত করে তাঁকে জয় করাই প্রকৃত কাজ। নিজের মনকে জয় করলে তবেই প্রকৃত শান্তি পাওয়া যায়। যে শান্তি এবং অশান্তি কোনও বন্ধু বা শত্রুর কাছ থেকে মিলবে না বলে গৌতম বুদ্ধের বাণী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে (Instagram) শেয়ার করেন নুসরত জাহান।

শুধু তাই নয়, তিনি নিজেকে নিজে ভালবাসেন বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ অভিনেত্রী।