Sayantika Banerjee: 'ঝড় থেমে যাবে', কী বললেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৪ মে: সব সময় নিজের মনকে শক্ত এবং শান্ত করতে হবে। ঝড় একদিন ঠিক থেমে যাবে। এবার নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে এমনই স্টেটাস শেয়ার করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
সায়ন্তিকা যে স্টেটাস শেয়ার করেন, তাতে একটি ভিডিয়ো (Video) দেখা যায়। সেখানে তাঁকে নিজের পোষ্যর সঙ্গে খেলতে যায় দেখা। নিজের পোষ্যকে সন্তান স্নেহে আদর করতে করতে ওই স্টেটাস শেয়ার করেন টলিউড (Tollywood) অভিনেত্রী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ওই স্টেটাস নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের (Netizen) মধ্যে চর্চা শুরু হয়েছে।
আরও পডুন: Salman Khan: পবিত্র ইদে নিজেকে 'নিরাপদ' করলেন সলমন খান
View this post on Instagram
বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে ভোটে দাঁড়ান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও ভোটের ফলে তিনি বিপর্যস্ত। তাও বাঁকুড়ার মানুষে যে তাঁর পাশে থেকেছেন, ভালবেসেছেন,তা বার বার উঠে এসেছে অভিনেত্রীর(Actor) বিভিন্ন স্টেটাসে। তবে ভোটের কাজ মিটে যাওয়ার পর এবার সায়ন্তিকা ফের জোর কদমে রাজনীতি করবেন কি না, তা সময় বলবে।