Prosenjit Chatterjee 'Weds' Rituparna Sengupta: ছাপল কার্ড, 'বিয়ে' করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, দেখুন

প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একযোগে তাঁদের এই সুখবর জানান প্রত্যেককে। 'সকলের নিমন্ত্রণ রইলো। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।' এমনই লেখেন প্রসেনজিৎ।

Rituparna Sengupta, Prosenjit Cahtterjee (Photo VCredit: Instagram)

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:  বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের দুই তারকার বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছে। এবার নিমন্ত্রণপত্রের মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে। এমনই একটি ভিডিয়ো শেয়ার করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি অবাক লাগছে শুনে? তাহলে দেখুন এই ভিডিয়ো...

 

যেখানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একযোগে তাঁদের এই সুখবর জানান প্রত্যেককে। 'সকলের নিমন্ত্রণ রইলো। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।' বিয়ে নিয়ে এমনই মন্তব্য করেন টলিউডের এই মেগাস্টার। তবে বাস্তব জীবনে নয়, রিল-এ ফের জুটি বাঁধছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা। যে ছবির নাম 'প্রসেনজিৎ WEDS ঋতুপর্ণা।' রিলের এই বিয়ের ঘটকালির দায়িত্ব পল্লবী চট্টোপাধ্যায়ের উপর বলেও জানান প্রসেনজিৎ।

কবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের এই নতুন ছবি মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে দর্শকরা যাতে তাঁদের সঙ্গে থাকেন, সেই প্রার্থনা জানান অভিনেতা।