Devlina Kumar Dance on Besharam Rang: নীল রঙের মনোকিনিতে দেবলীনা কুমারের 'বেশরম রংয়ে' নাচ, ভিডিয়োতে উত্তাপ

দেবলীনা কুমার নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'বেশরম রংয়ের' ভিডিয়ো শেয়ার করেন।দেবলীনা কুমারের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেবলীনা কুমার যখন 'বেশরম রংয়ের' ধুনে কোমর দোলান, তা নিয়ে অনেকেই কটাক্ষ করেন। তবে অভিনেত্রীও সপাটে জবাব দেন কটাক্ষের।

Devlina Kumar (Photo Credit: Instagram)

কলকাতা, ৯ জানুয়ারি: পাঠান-এর (Pathaan) বেশরম রং (Besharam Rang) মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। বেশরম রংয়ে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রংয়ের বিকিনি পরেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি পাঠানের বেশরম রং গান থেকে বেশ কিছু দৃশ্য বাদ দিতে হবে বলেও করা হয় দাবি। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বেশরম রং নিয়ে যখন জোর শোরগোল শুরু হয়, সেই সময় ভাইরাল দেবলীনা কুমারের নাচ। নীল জলের পাশে, সৈকতে মোনকিনিতে দেখা যায় অভিনেত্রী দেবলিনা কুমারকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেবলীনা কুমারের সেই নাচ প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

 

 

View this post on Instagram

 

দেবলীনা কুমার (Devlina Kumar)নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'বেশরম রংয়ের' ভিডিয়ো শেয়ার করেন।দেবলীনা কুমারের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেবলীনা কুমার যখন 'বেশরম রংয়ের' ধুনে কোমর দোলান, তা নিয়ে অনেকেই কটাক্ষ করেন। তবে অভিনেত্রীও সপাটে জবাব দেন কটাক্ষের।

আরও পড়ুন: Boycott Pathaan Trends In Twitter: 'বেশরম রং' নিয়ে প্রবল আপত্তি, 'পাঠান' বয়কটের ডাক নেটিজেনদের একাংশের, দেখুন

প্রসঙ্গত শাহরুখ, দীপিকার 'পাঠান'-এর 'বেশরম রং' মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে।