Nikhil Jain: নুসরতের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে সম্পর্কে জড়ালেন অভিনেত্রী ঊষসী রায়? জোর গুঞ্জন

অভিনেত্রী ত্রিধার সঙ্গে নিখিলের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে ত্রিধা তাঁর বন্ধু বলে দাবি করেন অভিনেত্রী। সৌরসেনী মৈত্রর সঙ্গেও নিখিলের সম্পর্ক নিয়ে ফিঁসফাস শোনা যায়।সে বিষয়েও নিখিল বা সৌরসেনীকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।

Nusrat Jahan, Ushasi Ray, Nikhil Jain (Photo Credit: Instagram)

কলকাতা, ৩০ অগাস্ট:  নুসরত জাহানের (Nusrat Jahan) প্রাক্তন স্বামী নিখিল জৈনকে (Nikhil Jain) নিয়ে জোর গুঞ্জন। এবার নাকি অভিনেত্রী ঊষসী রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান নিখিল জৈন। জনপ্রিয় টেলি অভিনেত্রী ঊষসী রায়ের প্রেমে মজেছেন নিখিল। টলি টাউনে কান পাতলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও নিখিলের সঙ্গে ঊষসীর ছবি ছড়িয়ে পড়লে এ বিষয়ে জোর চর্চা শুরু হয়। যদিও নিখিল জৈন কিংবা ঊষসী রায় এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এর আগে অভিনেত্রী ত্রিধার সঙ্গে নিখিলের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে ত্রিধা তাঁর বন্ধু বলে দাবি করেন অভিনেত্রী। সৌরসেনী মৈত্রর সঙ্গেও নিখিলের সম্পর্ক নিয়ে ফিঁসফাস শোনা যায়।সে বিষয়েও নিখিল বা সৌরসেনীকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।

আরও পড়ুন: Manish Sisodia: লকারে কী আছে? দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সম্পত্তির খোঁজে ব্যাঙ্কে সিবিআই

প্রসঙ্গত নুসরত জাহানের সঙ্গেব বিচ্ছেদের পর নিখিল জৈনের সঙ্গে একাধিক টলি নায়িকার নাম নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রত্যেকবারই চুপ থাকতে দেখা গিয়েছে নিখিল জৈনকে।



@endif