Nusrat Jahan: যশের সঙ্গে কাশ্মীরে উড়ে গেলেন নুসরত, কোথায় ছোট্ট ঈশান! জল্পনা

চিনে বাদাম-এর শ্যুটের জন্য কাশ্মীরে উড়ে যাচ্ছেন যশ দাশগুপ্ত। যশের সঙ্গী নুসরত। এনা সাহার সঙ্গে চিনে বাদাম-এ জুটি বেঁধেছেন যশ দাশগুপ্ত।

Yash Dasgupta, Nusrat Jahan (Photo Credit: Nusrat Jahan/Instagram)

কলকাতা, ২৩ অক্টোবর: যশের সঙ্গী নুসরত। দুর্গা পুজো শেষ হতেই একসঙ্গে দুজনে বেরিয়ে পড়লেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন নুসরত জাহান। যেখানে যশ, নুসরতকে একসঙ্গে দেখা যাচ্ছে। নুসরতের সোশ্যাল হ্যান্ডেলের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

দেখুন সেই ছবি...

জানা যাচ্ছে, চিনে বাদাম-এর শ্যুটের জন্য কাশ্মীরে উড়ে যাচ্ছেন যশ দাশগুপ্ত। যশের সঙ্গী নুসরত। এনা সাহার সঙ্গে চিনে বাদাম-এ জুটি বেঁধেছেন যশ দাশগুপ্ত। ওই সিনেমার শ্যুটিংয়ের জন্যই নুসরতকে সঙ্গে নিয়ে যশ উড়ে গেলেন কাশ্মীরে।

আরও পড়ুন: Malaika Arora: মালাইকার হাসিতেই তাঁর জীবনের খুশি, জন্মদিনে প্রাণের মানুষকে ভালবাসা অর্জুনের

তবে ছোট্ট ঈশানকে দেখা যায়নি যশ, নুসরতের সঙ্গে। ছোট্ট ঈশানও কি মায়ের সঙ্গে ভূস্বর্গে উড়ে গেলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে যশরতের ভক্তদের মধ্যে।