Mimi Chakraborty: ওয়ার্ল্ড ট্যাটু ডে'তে অভিনব লুক শেয়ার করলেন মিমি, নিজেকে বদলে ফেললেন নায়িকা?
লকডাউন কাটিয়ে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে রমরমিয়ে চলছে শুটিং। তবে এখনও শুরু হয়নি সিনেমার শুটিং। তাই বলে বসে নেই বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। এই লকডাউনে বসে নেই মিমি চক্রবর্তীও। নিজের নির্বাচিত কেন্দ্র যাদবপুরের কাজকর্ম, প্রশাসনিক দায়দায়িত্ব সামলে আবার পর্দাতেও দেখা দিচ্ছেন তারকা-সাংসদ মিমি । সম্প্রতি তাঁর একটু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপর মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।
লকডাউন কাটিয়ে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে রমরমিয়ে চলছে শুটিং। তবে এখনও শুরু হয়নি সিনেমার শুটিং। তাই বলে বসে নেই বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। এই লকডাউনে বসে নেই মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। নিজের নির্বাচিত কেন্দ্র যাদবপুরের কাজকর্ম, প্রশাসনিক দায়দায়িত্ব সামলে আবার পর্দাতেও দেখা দিচ্ছেন তারকা-সাংসদ মিমি । সম্প্রতি তাঁর একটু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপর মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।
View this post on Instagram
On WORLD TATTOO DAY. Yes not the pink hair my Natraj. BTW:(Can u guess the film)!!??
A post shared by Mimi (@mimichakraborty) on
তবে এ বার যেন একেবারে অন্যরকম এক্সপেরিমেন্ট করলেন নায়িকা। নিজের পুরো চুলটাই গোলাপী রঙের করে ফেললেন মিমি। আর সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। আজ বিশ্ব ট্যাটু দিবস (World Tattoo Day) । মিমির হাতে বহুদিন ধরেই একটি নটরাজের মূর্তি ট্যাটু করা রয়েছে। সেই ট্যাটুর ছবিই শেয়ার করেছেন তিনি। তবে ছবিটা ‘মন মানে না’ সিনেমা থেকে নেওয়া হয়েছে । অর্থাৎ চুলে গোলাপী রং করেননি নায়িকা। ছবির স্বার্থে পরেছিলেন পরচুলা, ছবির ক্যাপশন দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে।