Subhashree Ganguly: বিয়ের কয়েকদিনের মধ্যেই গ্রেফতার শুভশ্রীর জামাইবাবু

বধূ নির্যাতেনর অভিযোগে গ্রেফাতর রা হয়েছে অমিত ভাটিয়াকে। শুভশ্রীর দিদি দেবশ্রীর অভিযোগের পরই পুলিশ গ্রেফতার করে তাঁকে।

দিদির সঙ্গে শুভশ্রী, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ১৯ জুন: প্রতারণার অভিযোগে গ্রেফতার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) জামাইবাবু অমিত ভাটিয়া। শুভশ্রীর দিদি দেবশ্রীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অমিত ভাটিয়াকে। গত ১৭ জুন টেকনোসিটি থানায় অমিত ভাটিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী।

অভিযোগ, বিয়ের (Wedding) পর থেকেই দেবশ্রীর উপর অত্যাচার শুরু করেন অমিত ভাটিয়া। মা দীপালি ভাটিয়ার সঙ্গে যুক্ত হয়ে অভিনেত্রীর দিদির উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। দেবশ্রীর অভিযোগের পর পুলিশ (police)  গ্রেফতার করে অমিত ভাটিয়া নামে ওই ব্যক্তিকে।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: মালাইকার সঙ্গে করিনার পার্টি, আমূল পালটে গেলেন অভিনেত্রী

বিয়ের পর থেকে অমিত ভাটিয়া দেবশ্রীর উপর অত্যাচার শুরু করলে, খোঁজ খবর শুরু করেন রাজ চক্রবর্তীরা (Raj Chakraborty)। জানা যায়, অমিত ভাটিয়ার বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যা গোপন করেই দেবশ্রীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।