Madhabi Mukherjee: হঠাৎ অসুস্থ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

অসুস্থ হওয়ার পরপরই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মাধবী মুখোপাধ্যায়কে। তবে কী হয়েছে অভিনেত্রীর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Madhabi Mukherjee (Photo Credit: Facebook)

কলকাতা, ২৯ এপ্রিল:  হাঠাৎ করে অসুস্থ মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পডড়েন বর্ষীয়ান অভিনেত্রী। অসুস্থ হওয়ার পরপরই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মাধবী মুখোপাধ্যায়কে। তবে কী হয়েছে অভিনেত্রীর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হাসপাতালে ভর্তির পর অভিনেত্রীর একাধিক পরীক্ষা করা হচ্ছে বলে খবর।

সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় কিংবা হালফিলে অভিষেক চট্টোপাধ্যায়, একের পর এক নক্ষত্র পতন বাংলা সিনে এবং সঙ্গীত জগতে। বার্ধক্যজনিত রোগভোগের পর সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়রা চলে যান। তবে অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু মেনে নিতে পারছেন না দর্শক।

আরও পড়ুন:  Shehnaaz Gill: সলমনের হাত ধরে বলিউডে পা রাখছেন শেহনাজ গিল, জল্পনা

সম্প্রতি শ্যুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। শ্যুটিংয়ের সেটের মধ্যেই বমি করতে শুরু করেন। চিকিৎসক প্রথমে খাবারে বিষক্রিয়া জানালেও, পরদিন মৃত্যু হয় টলিউডের এই তারকার। অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে যায় বাংলা সিনে জগত।



@endif