Koel Mullick Birthday: শুভ জন্মদিন কোয়েল মল্লিক, সেরা ৫ সিনেমাএকনজরে
শুভ জন্মদিন কোয়েল মল্লিক (Koel Mullick)। ২৮ এপ্রিল ৩৮ বছরের জন্মদিন কোয়েলের। তবে এই নামটি নেহাতই ছবির জগতে। অভিনেত্রীর আসল নাম রুক্মিণী মল্লিক। 'নাটের গুরু' (Nater Guru) ছবিতে জিতের বিপরীতে ছিলেন কোয়েল। জিৎ-কোয়েল জুটি কমবেশি ১১টি সিনেমা করেছে। দেবের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমা করেছেন কোয়েল মল্লিক। এই জুটির বেশ কিছু ছবি বক্স অফিসে ব্লকবাস্টারের তকমা পেয়েছে। বিভিন্ন চরিত্রেই অভিনয় করতে স্বচ্ছন্দ কোয়েল। মনোবিজ্ঞান নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের হাত ধরে সিনেমায় হাতেখড়ি। বাবা সিনেমার জগতের সঙ্গে যুক্ত থাকলেও, মা দীপা মল্লিক একেবারে বাড়ির গৃহিণী। ২০১৩ সালে দীর্ঘদিনের বন্ধু, সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। হিন্দু এবং পাঞ্জাবি দু'মতে ৫ দিন ধরে বিয়ে হয় তাদের।
শুভ জন্মদিন কোয়েল মল্লিক (Koel Mullick)। ২৮ এপ্রিল ৩৮ বছরের জন্মদিন কোয়েলের। তবে এই নামটি নেহাতই ছবির জগতে। অভিনেত্রীর আসল নাম রুক্মিণী মল্লিক। 'নাটের গুরু' (Nater Guru) ছবিতে জিতের বিপরীতে ছিলেন কোয়েল। জিৎ-কোয়েল জুটি কমবেশি ১১টি সিনেমা করেছে। দেবের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু সিনেমা করেছেন কোয়েল মল্লিক। এই জুটির বেশ কিছু ছবি বক্স অফিসে ব্লকবাস্টারের তকমা পেয়েছে। বিভিন্ন চরিত্রেই অভিনয় করতে স্বচ্ছন্দ কোয়েল। মনোবিজ্ঞান নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের হাত ধরে সিনেমায় হাতেখড়ি। বাবা সিনেমার জগতের সঙ্গে যুক্ত থাকলেও, মা দীপা মল্লিক একেবারে বাড়ির গৃহিণী। ২০১৩ সালে দীর্ঘদিনের বন্ধু, সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। হিন্দু এবং পাঞ্জাবি দু'মতে ৫ দিন ধরে বিয়ে হয় তাদের। ফিরে দেখা কোয়েলের ৫ সিনেমা।
নাটের গুরু
২০০৩ সালে কোয়েলের টলিউডে অভিনয় শুরু। ছবিটিতে কোয়েলের বিপরীতে ছিলেন জিৎ। ছবির পরিচালনায় হরনাথ চক্রবর্তী।
বাদশাহ দ্য কিং
কোয়েলের বিপরীতে ছবিতে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। ২০০৪ সালে ছবিটি ব্লকবাস্টার তকমা পায়। ছবির পরিচালনায় শঙ্কর রায়।
যুদ্ধ
মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের সঙ্গে ছবিটিতে স্ক্রিন শেয়ার করেন কোয়েল।ছবি রিলিজের পর প্রথম সপ্তাহেই ১ কোটি ২ লক্ষ টাকা লাভ করে। রবি কিনাগির পরিচালনায় ছবিটিতে কোয়েলের বিপরীতে ছিলেন জিৎ।
প্রেমের কাহিনী
রবি কিনাগির পরিচালনায় ছবিটি মুক্তি পায় ২০০৮-এ। এই ছবিতে বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিনয় করেন কোয়েল। ছবিটিতে কোয়েলের বিপরীতে অভিনয় করেন দেব।
পাগলু
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রাজীব বিশ্বাস ছিলেন ছবির পরিচালনায়। ছবিটিতে কোয়েলের বিপরীতে অভিনয় করেন দেব। ছবিটি টিআরপি-র নিরিখে থ্রি ইডিয়টস এবং রেডি-কেও ছাপিয়ে গিয়েছিল।