Tollywood Puja Release 2025: পুজোয় রিলিজ করল চারটি বাঙলা সিনেমা, রঘু ডাকাত বনাম দেবী চৌধুরাণী, রক্তবীজ ২ বনাম যত কাণ্ড কলকাতায়, কোনটা দেখবেন
এবার পুজোয় রিলিজ করেছে চারটি বাঙলা সিনেমা। দেবের 'রঘু ডাকাত', শিবপ্রসাদ-নন্দীতা জুটির 'রক্তবীজ ২', অনীক দত্ত পরিচালিত 'যত কাণ্ড কলকাতায়' ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরাণী'। তাদের মধ্যে এবারের পুজোর সবচেয়ে বড় দুটি সিনেমা- 'রঘু ডাকাত' ও 'রক্তবীজ ২' গতকাল, বৃহস্পতিবারই মুক্তি পেয়ে গিয়েছে।
Tollywood Puja Release 2025: এবার পুজোয় রিলিজ করেছে চারটি বাঙলা সিনেমা। দেবের 'রঘু ডাকাত'(Raghu Dakat), শিবপ্রসাদ-নন্দীতা জুটির 'রক্তবীজ ২'(Raktabeej2), অনীক দত্ত পরিচালিত 'যত কাণ্ড কলকাতাতেই' (Joto Kando Kolkatatei) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরাণী'(Devi Chowdhurani)। তাদের মধ্যে এবারের পুজোর সবচেয়ে বড় দুটি সিনেমা- 'রঘু ডাকাত' ও 'রক্তবীজ ২' গতকাল, বৃহস্পতিবারই মুক্তি পেয়ে গিয়েছে। এখনও বক্স অফিসে ব্যবসা নিয়ে কোনও পরিষ্কার চিত্র আসেনি। Dev vs Shiboprosad: যদিও সব পক্ষই দাবি করেছে, তাদের ছবি শুরুতে ভালই চলেছে। তবে মোটের ওপর যা খবর তাতে জেলার হলগুলিতে রঘু ডাকাত-এর টিকিটের বেশি লাইন দেখা গিয়েছে। অন্যদিকে, মাল্টিপ্লেক্স সহ শহরের হলগুলিতে রক্তবীজ ২-কে নিয়ে বেশি উন্মাদনা দেখা যাচ্ছে। যদিও এর উল্টো চিত্রও রয়েছে। আজ, শুক্রবার রিলিজ করছে অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত 'যত কাণ্ড কলকাতায়' ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) 'দেবী চৌধুরাণী'।
কে এগিয়ে, কে পিছিয়ে
পুজোয় বারবরাই সিনেমা দেখতে ভালবাসে বাঙালি। তাই প্রতি পুজোতেই স্পেশাল বাংলা সিনেমাগুলি রিলিজ করে। এবারের পুজো বক্স অফিসে বেশ কিছু দ্বৈরথ হচ্ছে। ছবির প্রকৃতি অনুযায়ী দ্বৈরথটা এরকম- দেবের 'রঘু ডাকাত' বনাম শ্রাবন্তীর 'দেবী চৌধুরাণী'। আর শিবপ্রসাদ-নন্দীতা জুটির 'রক্তবীজ ২'-এর সঙ্গে অনীক দত্ত পরিচালিত 'যত কাণ্ড কলকাতায়'-র সরাসরি দ্বৈরথ। কারণ দেব ও শ্রাবন্তীর সিনেমার বিষয়বস্তু বাঙলার দুই চর্চিত 'বিপ্লবী'-দের নিয়ে। অন্যদিকে, শিবপ্রসাদ-নন্দীতা ও অনীক দত্তের ছবি দুটি মূলত থ্রিলার কেন্দ্রীক। দুটি সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্য়ায়।
দেব এন্টারটেন্ট ভেঞ্চার বনাম উইন্ডোজ প্রোডকাশন
প্রযোজনার দিক থেকে দেখলে, দেব বনাম শিবপ্রসাদের একেবারে মুখোমুখি লড়াই। গত কয়েক বছর ধরে দেব (দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার) আর শিবপ্রসাদ (উইন্ডোজ প্রোডাকশন)-ই বক্স অফিসে সফলতার বিচারে সবচেয়ে বড় দুটি প্রযোজনা সংস্থার মালিক। ভেঙ্কটেশ (এসভিএফ), সুরিন্দর ফিল্মস, কিংসা এসকে-দের মত বড় ব্যানারের প্রযোজনা সংস্থাকে সফলতার বিচারে টেক্কা দিয়েছে অপেক্ষাকৃত ছোট পরিসরের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কিংবা উইন্ডোজ। 'খাদান' থেকে 'বহুরূপী', 'প্রজাপতি' থেকে 'রক্তবীজ'- এই দুটি প্রযোজনা সংস্থাই গত কয়েক বছরে একটার পর একটা বড় হিট উপহার দিয়েছে। এবার দেব ও শিবপ্রসাদ সম্মুখ সমরে। ছবি মুক্তির আগে দুই শিবিরের মধ্যে পরোক্ষে বড় বাদানুবাদও হয়েছে। এতে ছবিগুলি নিয়ে হাইপ আরও বেড়েছে।
অনীক দত্তর সিনেমা কি এবার হিট করবে
অন্যদিকে, 'ভূতের ভবিষ্যত' থেকে 'অপরাজিত' মত সিনেমার পরিচালক অনীক দত্ত এবার তাঁর ছবি নিজে হাজির পুজোয়। আবীর চক্রবর্তী সামনে রেখে থ্রিলার 'যত কাণ্ড কলকাতায়'। আবীরের সঙ্গে অনীক ও প্রযোজকদের মধ্যে বিবাদ ঘিরে 'যত কাণ্ড কলকাতায়'খবরে আসে। তবে রঘু ডাকাত বা রক্তবীজ-২-এর থেকে প্রচারে পিছিয়ে রয়েছে অনীক দত্তর সিনেমা। শ্রাবন্তীর 'দেবী চৌধুরাণী'-কে নিয়ে উন্মাদনা বাকি তিনটি সিনেমার থেকে কম, তুলনায় কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)