TMKOC actor Dilip Joshi: 'জেঠলাল' দিলীপ জোশীর মুম্বইয়ের বাড়ি ফিরে ফেলে ২৫ জন সশস্ত্র দুষ্কৃতী!

জনপ্রিয় টিভি সিরিয়াল 'তারকা মেহতা কা উল্টা চশমা'-য় অভিনয় করা জনপ্রিয় অভিনেতা দিলীপ জোশীর মুম্বইয়ের শিবাজি পার্কে বাড়ি ঘিরে ফেলেছিল দুষ্কৃতীরা।

জনপ্রিয় টিভি সিরিয়াল 'তারকা মেহতা কা উল্টা চশমা'-য় অভিনয় করা জনপ্রিয় অভিনেতা দিলীপ জোশীর মুম্বইয়ের শিবাজি পার্কে বাড়ি ঘিরে ফেলেছিল দুষ্কৃতীরা। নাগপুর পুলিশের কন্ট্রোল রুমে এমন সাবধান করে দেওয়া ফোন আসে। যে ফোন কলে বলা হয়েছিল ২৫ জন সশস্ত্র দুষ্কৃতী দিলীপের বাড়ি ঘিরে রেখেছে। তাদের সবার হাতে অস্ত্র ও বন্দুক রয়েছে।

গত পয়লা ফেব্রুয়ারি এমন চাঞ্চল্যকর ফোন এসেছিল বলে এখন জানা গেল।  নাগপুর পুলিশ সঙ্গে সঙ্গে খবর পাঠায় মুম্বইয়ের শিবাজী পার্ক পুলিশ স্টেশনে। এরপরই অভিনেতা দিলীপ জোশীর বাড়ির সামনে পুলিশের বড় বাহিনী পাঠানো হয়। তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ফোনটি শেষ অবধি ভুয়ো ছিল বলে জানা যায়। 'তারক মেহতা কা উল্টা চশমা'-য় জেঠলালের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন জেঠলাল।

দেখুন টুইট

যে নম্বর থেকে এই সতর্ক ফোন করা হয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল মুকেশ আম্বানি, অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র বাড়ির সামনে বোম্ব রাখা হয়েছে।

 



@endif