72 Hoorain: বিতর্কের মাঝেই মঙ্গলবার দিল্লির জেএনইউতে বিশেষ প্রদর্শন ৭২ হুর-এর
দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরলা স্টোরি'-এর পর এবার '৭২ হুর'। সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণের সময় বলা হয়, মৃত্যুর পরে ৭২ জন হুর জন্নতে তাদের সেবা করবে।
72 Hoorain 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরলা স্টোরি'-এর পর এবার '৭২ হুর'। সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণের সময় বলা হয়, মৃত্যুর পরে ৭২ জন হুর জন্নতে তাদের সেবা করবে। এমন অবস্থায় মৃত্যুর পর এইসব সন্ত্রাসবাদীরা ৭২ হর দিয়ে জীবনের কিছু স্বপ্নপূরণের করতে চায়। মৃত্যুর পর তাদের জন্নতের পথে যে স্বপ্ন দেখানো হয়েছে, তা আসলে তাদের ধ্বংসের পথে নিয়ে যাবে।
কোনও এক বিশেষ ধর্মের সন্ত্রাসবাদে যোগ দেওয়া নিয়েই তৈরি হয়েছে এই বিতর্কিত সিনেমা। অনেকটা দ্য কেরালা স্টোরি সিনেমাটির মতই '৭২ হুর'-ও দেশজুড়ে বিতর্কের ঝড় তুলতে শুরু করেছে।
দেখুন টুইট
অশোক পন্ডিত প্রযোজিত, সঞ্জয় সিং পুরান পরিচালিত '৭২ হুর' সিনেমাতেও থাকছে বিতর্কের গন্ধ। সেন্সর বোর্ডে এই সিনেমার বেশ কিছু দৃশ্য ও সংলাপে কাঁচি পড়েছে। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন ছবির প্রযোজক। এরই মাঝে মঙ্গলবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) বিশেষ প্রদর্শন হতে চলেছে ৭২ হুর-এর। বিতর্কিত ছবি হলেই তা জেএনইউ-তে প্রদর্শন করে প্রচারের চেষ্টা করেন ছবির প্রযোজক-পরিচালকরা।