Tamannaah Bhatia: পোষ্যের সঙ্গে আদুরে মুহূর্ত কাটালেন তামান্না ভাটিয়া

কাজের ব্যস্ততার ফাঁকে তামান্না ভাটিয়া তাঁর পোষ্যের সঙ্গে কাটানো আদুরে মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন।

Tammanna Bhatias cozy moment (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: কাজের ব্যস্ততার ফাঁকে তামান্না ভাটিয়া তাঁর পোষ্যের সঙ্গে কাটানো আদুরে মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জেলার’ যে কারণে দারুণ ব্যস্ত সময়সূচী ছিল অভিনেত্রীর। ছবি মুক্তির পর তামান্না (Tamannaah Bhatia) মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে এসে তাঁর আদুরে পোষ্যর জন্য কিছুটা সময় বার করলেন। পোষ্য কুকুরের সঙ্গে বানানো একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন  ‘The snuggle is real’ সঙ্গে একটি হাসির ইমোজি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভালোবাসাই ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

তামান্না ভাটিয়ার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য 'সিরুথাই', 'ভিরম', 'ধর্ম দুরাই', 'দেবী', 'স্কেচ', 'হান্ড্রেড পারসেন্ট লভ', 'বাহুবলী ১', 'বাহুবলী ২' এবং আরও অনেক। দক্ষিণী ছবির পাশাপাশি বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তামান্না।