SRK On Virat Kohli: 'বিরাট আমার জামাইয়ের মতো', মন্তব্য শাহরুখের

সোশ্যাল মিডিয়াতে #AskSRK সেশনের সময় কী কথা বলে মানুষের মন জয় করতে হবে তা ভালোই জানেন বলিউডের বাদশা শাহরুখ খান। বুধবার তিনি তাঁর ভক্তদের সঙ্গে একটি অনলাইন কথোপকথনেও মন জয় করলেন সবার।

Photo Credits: ANI

মুম্বই: সোশ্যাল মিডিয়াতে #AskSRK সেশনের সময় কী কথা বলে মানুষের মন জয় করতে হবে তা ভালোই জানেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। বুধবার তিনি তাঁর ভক্তদের সঙ্গে একটি অনলাইন কথোপকথনেও মন জয় করলেন সবার। বিভিন্ন প্রশ্নের মজাদার উত্তর দিয়ে মোহিত করলেন নেটিজেনদের। এই সেশনে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলির (Cricketer Virat Kohli) প্রশংসা করে কিছু কথাও বলতে দেখা যায় তাঁকে।

অধুনা টুইটার ও বতর্মানে এক্স হ্যান্ডেলে একজন ভক্ত শাহরুখকে বিরাট সম্পর্কে তাঁর মনোভাবের কথা জানতে চান। তার উত্তরে শাহরুখ টুইট করেন, 'আমি বিরাট কোহলিকে ভালোবাসি। সে আমার নিজের এবং আমি সবসময় তাঁর মঙ্গলের জন্য প্রার্থনা করি। ভাই আমার জামাইয়ের মতো হয় (Bhai damaad jaisa hai humaara)।'

প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখের সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বিরাটপত্নী অনুষ্কা। তারপর থেকেই অনুষ্কার সঙ্গে শাহরুখের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ২০০৮ সালে রব নে বানা দি জোড়ি সিনেমার মাধ্যমে সিনেমায় আসার পর শাহরুখের সঙ্গে যশ চোপড়ার ব্যানারে জব তক হ্যায় জানও এবং ইমতিয়াজ আলির পরিচালনায় জব হ্য়ারি মেট সেজল ও আনন্দ এল রাইয়ের জিরো সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন অনুষ্কা। আরও পড়ুন: Cauvery Water Issue: কাবেরি জল সমস্যার জেরে বন্ধ অভিনেতার সাংবাদিক বৈঠক ! দেখুন ভিডিয়ো