Rajinikanth: শুটিং চলাকালীন আচমকা অসুস্থ, হাসপাতালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

২০২০ সালের ডিসেম্বর মাস থেকেই অসুস্থ রজনীকান্ত। দেহে রক্ত সঞ্চালনের সমস্যা থেকে শুরু করে কিডনির সমস্যা বয়সের সঙ্গে-সঙ্গে কাবু করেছে তাঁকে।

অভিনেতা রজনীকান্ত (ছবিঃX)

নয়াদিল্লিঃ সোমবা মধ্যরাতে চেন্নাইয়ের(Chennai) অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা রজনীকান্তকে(Rajinikanth)। জানা গিয়েছে, শুটিং(Shooting) চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি নিয়ে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে(Hospital)। সেখানেই এখনও ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, সোম রাতে লোকেশ কানাগরাজের কুলির শুটিং চলাওকালীন প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় দক্ষিণী সুপারস্টারের। সেই কারণেই হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। আবার হাসপাতাল সূত্রে খবর হৃদরোগেও আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা ৷ মঙ্গলবার সকালে হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা শুরু হওয়ার কথা ৷ প্রিয় থালাইভার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ভক্তরা। তবে হাসপাতাল সূত্রে খবর, দ্রুত সেরে উঠবেন দক্ষিণী সুপারস্টার। প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাস থেকেই অসুস্থ রজনীকান্ত। দেহে রক্ত সঞ্চালনের সমস্যা থেকে শুরু করে কিডনির সমস্যা বয়সের সঙ্গে-সঙ্গে কাবু করেছে তাঁকে। তবে শারীরিক প্রতিকূলতার কাছে মাথা নোয়াতে কোনওদিনই রাজি নন থালাইভা। তাই বারেবারে সব প্রতিকূলতাকে জয় করে ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। এ বারও তাঁর অন্যথা হবে না বলেই বিশ্বাস ভক্তকূলের।

 হাসপাতালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত



@endif