Gadar 2 Box Office: প্রথম দিনে বক্স অফিসে ঝড় গদর টু-র, তারা সিংয়ে মজেছে কলকাতাও
২২ বছর পর বড় পর্দায় ফিরলেন তারা সিং। বহু প্রতীক্ষার পর আজ, শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল সানি দেওলের 'গদর টু'।
২২ বছর পর বড় পর্দায় ফিরলেন তারা সিং। বহু প্রতীক্ষার পর আজ, শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল সানি দেওলের 'গদর টু'। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া অনিল শর্মা পরিচালিত 'গদর'দর্শকদের মন জিতেছিল। তারা সিং নামের এক পঞ্জাবী তাঁর স্ত্রী-কে পাকিস্তান থেকে যেভাবে দেশে ফিরিয়ে আনেন, সেই কাহিনি সবার মনে ধরে।
২২ বছর আগের আবেগে ভর করে উন্মাদনার সঙ্গে বড় পর্দায় চলছে গদর-টু। রেকর্ড অগ্রিম বুকিংয়ের পাশাপাশি গদর টু বক্স অফিসের প্রথম দিনে মাতিয়ে দিচ্ছে। সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ গদর টু-কে ব্লকব্লাস্টার ঘোষণা করেছেন। সিনেমাটিকে মশালা বিনোদনী সিনেমা বলছেন তিনি। সানি দেওলের অভিনয়ের প্রশংসা পাচ্ছে। তবে সিনেমাটি আরও একটু ছোট হলে ভাল হত বলে অনেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানাচ্ছেন। মনে করা হচ্ছে প্রথম দিনে বক্স অফিসে ৩২ কোটি টাকার ব্যবসা করতে পারে গদর টু। এরপর শনি ও রবিবার উইকএন্ডের ভিড় গদরকে দ্রুত একশো কোটির ক্লাবে পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন-আবারও উষ্ণতা ছড়ালেন আভা, দেখুন একাধিক সেক্সি পোজের ভিডিও
দেখুন টুইট
দেশের বিভিন্ন জায়গায় গদর টু-কে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। অনেকেই হান্ড পাম্পের কাটিং নিয়ে সিনেমা হলে ঢুকছেন। গদর সিনেমায় সানি দেওলের হান্ডপাম্প তোলার দৃশ্য বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গদর টু-র মিউজিক অ্যালবামও ব্যাপক জনপ্রিয় হয়েছে।
কলকাতাতেও গদর টু-কে নিয়ে উন্মাদনা চোখে পড়ছে। গদর টু-র উন্মাদনার কাছে কিছুটা ফিকে দেখাচ্ছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠির ওএমজি-টু-কে। তবে মাল্টিপ্লেক্সগুলিতে ওএমজি-টু দেখতে ভাল ভিড় হচ্ছে।