Subhashree Ganguly: কোচকানো চামড়ায় চশমা চোখে শুভশ্রীর আত্মপ্রকাশ ইন্দুবালা ভাতের হোটেলে, পোস্টার শেয়ার করে শুভেচ্ছা রাজের
৫ পূর্ণ করে ৬-এ পা দিল হইচই। সেই উপলক্ষে তাঁরা ২৫টি নতুন সিরিজ ও সিনেমার ঘোষণা করেছে। সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর পাশাপাশি জায়গা করে নিল 'ইন্দুবালা'।
৫ পূর্ণ করে ৬-এ পা দিল হইচই। সেই উপলক্ষে তাঁরা ২৫টি নতুন সিরিজ ও সিনেমার ঘোষণা করেছে। সেই তালিকায় ব্যোমকেশ, ফেলুদা, একেনবাবুর পাশাপাশি জায়গা করে নিল 'ইন্দুবালা'। কল্লোল লাহাড়ির উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' অবলম্বনেই এই ওয়েবসিরিজটি বানিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।মঙ্গলবার মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের পোস্টার। বয়সের ভারে গায়ের রং তামাটে,চামড়া কুঁচকেছে। চোখে চশমা, গুটিকতক মাথার চুল সবই পাকা। পরনে সাদা শাড়িতে বিধবার বেশ। চোখের দৃষ্টি স্থির। এক হাতা ভাত নিয়ে পরিবেশনের অপেক্ষায়। মঙ্গলবার এভাবেই দেখা মিলেছে শুভশ্রীর। এই সিরিজটি দিয়েই ওটিটি-তে ডেবিউ অভিনেত্রীর। শুভশ্রীর এই কাজ নিয়ে সকলের উৎসাহ তো ছিলই। তবে তা আরও বেড়ে যায় পোস্টার দেখে।
শুভশ্রীর 'ইন্দুবালা' লুক শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক স্বামী রাজ চক্রবর্তী। রাজ ফেসবুকে পোস্টার শেয়ার করে লিখেছেন, 'নিজেকে ভেঙে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ Hats off গোটা team-কে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম