Sreelekha Mitra: বাবার সমস্ত লেখাকে এক জায়গায় করে বই প্রকাশের প্রস্তুতি শ্রীলেখা মিত্রের, সোশ্যাল মিডিয়ার পোস্টে বার্তা নায়িকার
২৫ সেপ্টেম্বর ২০২১ বাবা চলে গিয়েছেন তাঁর এক বছর পূর্তিতে বাবাকে শ্রদ্ধা জানাতে এক অনন্য ট্রিবিউট দিতে চলেছেন শ্রীলেখা।
২০২১ এ বিদেশ সফর থেকে ফিরেই হারিয়েছিলেন বাবাকে। বাবাই ছিল অভিনেত্রীর জীবনের অনেকখানি। মেয়েকেও নিয়েও গর্ব ছিল স্বর্গত বাবার। বাবা লেখালেখি করতে ভালোবাসতেন তাঁর এই শৈল্পিক গুণগুলোর চর্চা করেন শ্রীলেখা নিজেও। ২৫ সেপ্টেম্বর ২০২১ বাবা চলে গিয়েছেন তাঁর এক বছর পূর্তিতে বাবাকে শ্রদ্ধা জানাতে এক অনন্য ট্রিবিউট দিতে চলেছেন শ্রীলেখা। তাঁরই দেশভাগের একটি লেখাকে প্রুফ রিড করে বই আকারে ছাপাতে দেবেন অভিনেত্রী। কাজ অনেকটাই এগিয়েছে। প্রকাশকও রাজি। বাবার কিছু ছবি শেয়ার করে তাই একটি ফেসবুক পোস্ট করেছেন শ্রীলেখা।তাতেই সামনে এসেছে এই খবর-
শ্রীলেখা লিখলেন-
“এ মাসেই ২৫ তারিখে গত বছর বাবা আমাদের ছেড়ে চলে যায়। বাবারও আমারই মতো লেখালেখির শখ ছিল। তাই বাবার একটা লেখা – মূলত, বাংলাদেশে আমাদের আদি জমিদারবাড়ির গল্প, কয়েক বছর পর সেখান থেকে এদেশে আসা এবং তার স্ট্রাগল নিয়ে লেখার উপর ভিত্তি করে একটা প্রবন্ধ ছাপাচ্ছি বই আকারে, ডেজ়স পাবলিশিং থেকে। আজ সকাল থেকে বাইরের ওয়েদারের মতোই মনটা খানিক ভিজে আছে। বসে প্রুফ রিড করছি ফাইনালি ছাপতে দেওয়ার আগে। জীবদ্দশায় পারলাম না, মৃত্যুর এক বছরে এটাই আমার নিবেদন। আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে আজ আমি বড্ড একা। তাই আজ মৃত্যু ভয়, ভোগ বিলাস সেভাবে আর আকৃষ্ট করে না। পরপারে যাওয়ার জন্য আমিও খানিক প্রস্তুতি নিচ্ছি বলা যেতে পারে। যদি ওদের দেখা পাই আবার।”