Bahurup vs Saralakkho Holmes: টলিউডে আজ মুক্তি পেল পাঁচটি বাঙলা সিনেমা, এগিয়ে সোহমের 'বহুরূপ', লড়াইয়ে 'সরলাক্ষ হোমস', ঋতুপর্ণার 'বেলা' নিয়ে উৎসাহ কম

আজ, শুক্রবার টলিউডে মুক্তি পেল পাঁচটি সিনেমা। সেগুলি সিনেমাগুলি হল- ১) সোহমের সাইক থ্রিলার 'বহুরূপ'(Bohurp), ২) পরিচালক সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ হোমস'(Saralakkho Holmes), ৩) ঋতুপর্ণা সেনগুপ্তর নারীকেন্দ্রিক সিনেমা 'বেলা'(Bela), ৪) প্যারালাল স্বন্ত্র সিনেমা 'হাউ আর ইউ ফিরোজ' (How Are You Firoz), ৫) সামাজিক বিষয় নিয়ে সিনেমা 'গৌরী'(Gouri)।

Bahurup vs Saralakkho Holmes. (Photo Credits:X)

Bahurup vs Saralakkho Holmes: পুজো পুজো আবহের মাঝে আজ, শুক্রবার টলিউডে মুক্তি পেল একগুচ্ছ ভাল বাংলা সিনেমা। আজ, শুক্রবার টলিউডে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমাই বেশ ভিন্ন স্বাদের। সেই সিনেমাগুলি হল- ১) তারকা অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সাইক থ্রিলার 'বহুরূপ'(Bahurup), ২) পরিচালক সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ হোমস'(Saralakkho Holmes), ৩) ঋতুপর্ণা সেনগুপ্তর নারীকেন্দ্রিক সিনেমা 'বেলা'(Bela), ৪) প্যারালাল স্বতন্ত্র সিনেমা 'হাউ আর ইউ ফিরোজ' (How Are You Firoz), ৫) সামাজিক বিষয় নিয়ে সিনেমা 'গৌরী'(Gouri)। ধারেভারে বিধায়ক-তারকা অভিনেতা সোহম চক্রবর্তীর 'বহুরূপ'বাকিদের টেক্কা দিচ্ছে। সোহমের বহুরূপ মুক্তির দিন বিভিন্ন সিনেমা হলে বেশ ভিড় দেখা যাচ্ছে। দেবের ধুমকেতু নিয়ে উন্মাদনায় কমার পর সোহমের সাইকোলজিক্যাল থ্রিলার 'বহুরূপ'প্রচারে ঝড় তুলেছে। সোহমের সাম্প্রতিক কোনও সিনেমা নিয়ে এতটা উন্মাদনা দেখা যায়নি।

বক্স অফিসে সোহম বনাম গৌরব দ্বৈরথ, পরিচালক সায়ন্তন ঘোষাল ফের থ্রিলার নিয়ে হাজির

শহরের মাল্টিপ্লেক্সগুলিতে আজ 'বহুরূপ'-এর টিকিট প্রায় শেষের দিকে। শহরের বিভিন্ন জায়গায় আকাশ মালাকার পরিচালিত 'বহুরূপ'-এর পোস্টার নজর কাড়ছে। বহুরূপের ট্রেলরও বেশ প্রশংসিত হচ্ছে। বহুরূপের পাশাপাশি সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ হোমস', ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ও অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত প্রথম সিনেমা 'বেলা'-ও আজ বেশ কয়েকটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে রিলিজ করল। এখন একটার পর এক কাজ করা তরুণ পরিচালক সায়ন্তনের ডিটেকটিভ থ্রিলার 'সরলাক্ষ হোমস'-এ মুখ্য ভূমিকায় রয়েছেন গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়। এই সিনেমায় দুনিয়ার জনপ্রিয়তম ফিকশন-ডিটেকটিভ শার্লক হোমসকে বাঙালি দেখানো হয়েছে। হোমসের দুনিয়ার সবচেয়ে বিখ্যাত গল্প 'হাউন্ড অফ বাস্কারভিলস'-এর বাঙালিকরণ করেছেন সায়ন্তন।

আরও তিনটি অন্যধারার সিনেমাও মুক্তি পেল

প্রথমবার সিনেমা পরিচালনা করা অনিলাভ চট্টোপাধ্যায়ের 'বেলা'সিনেমাটি করা হয়েছে আকাশবাণীর বিশিষ্ট সঞ্চালিকা, লেখিকা বেলা দে-র জীবনচিত্র নিয়ে। আকাশবাণীতে বেলা দে-র 'মহিলা মহল'বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল সে যুগের মেয়েদের মধ্যে। অনিলাভ তাঁর সিনেমার বেশ বড়ভাবে রিলিজ করেছেন। তবে মুক্তির দিন 'বেলা'নিয়ে আগ্রহ তেমন চোখে পড়ছে না। তুলনায় বহুরূপকে টেক্কা দিতে না পারলেও সায়ন্তন ঘোষালের 'সরলাক্ষ হোমস'-কে নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তবে 'বহুরূপ'-কে নিয়ে উন্মাদনা অনেকটাই বেশি। তাতে 'সরলাক্ষ হোমস'কিছুটা হলেও চাপে পড়ছে। এছাড়াও আজ অন্য ধারার স্বতন্ত্র সিনেমা রূপশা গুহ-র 'হাউ আর ইউ ফিরোজ', ও ধর্ম বনাম কর্ম লড়াইয়ের ক্যাপশন দিয়ে প্রচার করা সিনেমা 'গৌরী'রিলিজ করল। কিছুটা নতুন হাতের কাজ পরিচয় দেওয়া 'গৌরী'তে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেনের মত তারকা অভিনেতারা।

এক নজরে এই পাঁচটি সিনেমার ট্রেলর

১) বহুরূপ (অভিনয়: সোহম, ইধিকা পাল। পরিচালনা: আকাশ মালাকার)

সোহম, ইধিকা পাল অভিনীত এই সাইকো থ্রিলার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা সোহমকে মোট সাতটি লুকে দেখা গিয়েছে। সোহমের বহুরূপের বড় ইউএসপি সিনেমার গল্প, টানটান চিত্রনাট্য। সিনেমার প্রচারে ব্যবহার করা হয়েছে এই লাইনটি-- আগুন, রক্ত আর প্রতিশোধের পথে,শত্রুরা সব চুপ।

২) সরলাক্ষ হোমস (অভিনয়:গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায় । পরিচালনা: সায়ন্তন ঘোষাল)

লন্ডনের হিমেল কুয়াশা আর অন্ধকার জঙ্গলের বুক চিরে শুরু হয় এক ভৌতিক কাহিনি… শিকারের গন্ধ পেলেই যার কবল থেকে বাঁচা দায়! কারও কাছে অভিশাপ, কারও কাছে অশরীরী ছায়া। বাস্কারভিলস পরিবারকে ঘিরে আতঙ্ক যেন ছায়ার মতো লেগে আছে। পরিবারের একের পর এক অস্বাভাবিক মৃত্যু কি নিছক কাকতালীয়? নাকি এর আড়ালে লুকিয়ে আছে শত্রুর কূটচাল,এক সুপ্ত অভিসন্ধি?

৩) বেলা (অভিনয়: ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালনা: অনিলাভ চট্টোপাধ্যায়)

আকাশবাণী কলকাতার মাইক্রোফোনে বেজে উঠেছিল এক নারীর অদম্য কণ্ঠস্বর। নাম তাঁর বেলা দে। স্বামী পরিত্যক্তার দুঃসহ যন্ত্রণা সঙ্গী করেও তিনি হার মানেননি। বিদেশের মাটিতে নিজেকে নতুন করে গড়ে তোলার পর, দেশে ফিরে গড়ে তুলেছিলেন সেই অনন্য আড্ডাঘর ‘মহিলা মহল’। এই রেডিও-আসরে কোটি কোটি নারী খুঁজে পেয়েছিলেন আশার আলো, আত্মবিশ্বাস, আর নতুন পথ চলার দিশা।

৪) হাউ আর ইউ ফিরোজ (অভিনেতা- আরিয়ান ভৌমিক, অনুশা বিশ্বনাথন। পরিচালনা: রূপশা গুহ)

অন্য ধারায় এই ছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অশোক বিশ্বনাথন। তাঁকে একজন কাল্পনিক পরিচালকের চরিত্রে দেখা যাবে। ছবির মূল কেন্দ্রে রয়েছেন এক পারসি প্রাচীন সামগ্রী ব্যবসায়ী, আর সেই সূত্রেই উঠে এসেছে ক্রমশ কমে আসা পারসি সম্প্রদায়ের অস্তিত্বের সংকট। সমালোচক মহলে প্রশংসিত এই সিনেমাটি পরিচালনা করেছেন রূপশা গুহ।

৫) গৌরী (অভিনয়: পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, আরিয়ান ভৌমিক। পরিচালনা: প্রসেনজিত হালদার)

অন্ধকার আর রহস্যে মোড়া এক কাহিনি হল 'গৌরী'। গর্ভবতী এক মানসিক দিক থেকে চ্য়ালেঞ্জে তাকা মহিলার অজানা জীবনের আবরণ উন্মোচিত হয় এখানে। ভালোবাসার টানাপোড়েনও কম নয়। একদিকে স্কুলশিক্ষক তিতাস ভৌমিক, অন্যদিকে সতেরো বছরের ছাত্রী গৌরী, আর তার নির্বাক বোন উমাকে নিয়ে এগিয়ে চলে সিনেমাটি।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement