Rakhi Sawant-Mika Singh: ১৭ বছর আগে রাখি সাওয়ান্তকে চুম্বন কাণ্ডে মামলা খারিজের দাবিতে আদালতে মিকা সিং
২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে গায়ক মিকা সিং (Mika Singh) তাঁকে ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করেছেন বলে সে কী কান্না কেঁদেছিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।
২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে গায়ক মিকা সিং (Mika Singh) তাঁকে ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করেছেন বলে সে কী কান্না কেঁদেছিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। রাখির ঠোঁটে জোর করে মিকার চুমুর ভিডিয়ো দেখেছিল গোটা দেশ। পাল্টা মিকাকে চড় কষিয়েছিলেন রাখি। বলিউডের জনপ্রিয় গায়ক মিকার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন বলিউডের 'পরদেশীয়া গার্ল'।
রাখি মিকার বিরুদ্ধে আদালত থেকে মহিলা কমিশন, সব জায়গায় অভিযোগ ঠুকেছিলেন। মিকার চুমু কাণ্ডের জন্য খুব প্রচার পেয়েছিলেন রাখি। খবরে এসেছিলেন বারবার। তবে পরে দু জনের আবার সব মিটমাট হয়ে যায়। বিগ বসের ঘরে গিয়ে রাখির ইচ্ছায় তাঁকে চুমু খান মিকা। পরে আবার রাখিই বরং মিকাকে পাল্টা চুম্বন করেছিলেন। মিকাকে দাদা বলেও সম্বোধন করেন রাখি। আরও পড়ুন-রোডিস-এ রিয়া চক্রবর্তী, অভিনেত্রীকে চরম কটাক্ষ সুশান্ত অনুরাগীদের
দেখুন টুইট
কিন্তু আদালত ভারী কঠিন জিনিস। এখানে একবার মামলা করে নিজে ভুলে গেলেও আদালত ভোলে না। ১৭ বছর পরেও মিকার বিরুদ্ধে রাখির সেই চুম্বন মামলা এখনও কার্যকর আছে। এই নিয়ে মিকা সিং বোম্বে হাইকোর্টে মামলা খারিজের আবেদন জানালেন। মিকার যুক্তি হল, তাঁর দু জনে খুব ভাল বন্ধু। সব কিছু মিটমাট হয়ে গিয়েছে।