A R Rahman: সুর কাটল ২৯ বছরের দাম্পত্যের,বিয়ে ভাঙছে এ আর রহমানের

প্রিয় রহমানের এই বিবাহ বিচ্ছেদের খবর যেন কিছুতেই মানতে পারছেন না অনুরাগীরা।

A R Rahman With His Wife (Photo Credit: Twitter)

নয়াদিল্লিঃ সুর কাটল দাম্পত্যের। দীর্ঘ ২৯ বছরের সংসারে ইতি অস্কারজয়ী(Oscar) শিল্পী এ আর রহমানের(A R Rahman)। প্রায় তিন দশক দাম্পত্য জীবনে ইতি টেনে সোশ্যাল মিডিয়ায়(Social Media) স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন সঙ্গীতশিল্পী। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রহমান। তাঁদের তিন সন্তান রয়েছে। কিন্তু একে অপরের সঙ্গে মনে দূরত্ব তৈরি হয়েছে, তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রহমান লিখছেন, "অনেক বছর সংসার করার পর এবার আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমরা দু'জনের কেউই নিতে পারছিলাম না। আমরা জানি যে আমাদের দু'জনকে খুব কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। হয়তো পরবর্তীকালেও কষ্ট পেতে হতে পারে। কিন্তু আমাদের দু'জনের জন্যই এই বিচ্ছেদই ভাল।" অন্যদিকে  এই কঠিন সময়ে সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাঁদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা বানু।প্রিয় রহমানের বিবাহ বিচ্ছেদের খবর যেন কিছুতেই মানতে পারছেন না অনুরাগীরা। সম্প্রতি আম্বানির পরিবারের এক অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন রহমান। তখনও তাঁদের দেখে বোঝা যায়নি যে, আলাদা হতে চলেছেন তাঁরা। তাই এই খবরে কার্যত হতবাক অনেকেই।

সুর কাটল ২৯ বছরের দাম্পত্যের,বিয়ে ভাঙছে এ আর রহমানের



@endif