Amitabh Bachchan Birthday: বলিউডের শাহেনশাহর একাশিতে পা, পরিবারের সঙ্গে জন্মদিন উৎযাপনের একঝলক

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের আজ (১১ অক্টোবর) জন্মদিন। জন্মদিনে বিগ বসকে ঘিরে তুমুল উন্মাদনা তাঁর ভক্ত ও পরিবারের সদস্যদের মধ্যে।

Amitabh Bachchan Birthday (Photo Credit: Instagram)

মুম্বই: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের আজ (১১ অক্টোবর) জন্মদিন। জন্মদিনে বিগ বসকে ঘিরে তুমুল উন্মাদনা তাঁর ভক্ত ও পরিবারের সদস্যদের মধ্যে। মেয়ে শ্বেতা বচ্চন (Shweta Bachchan) বাবার জন্মদিনে আদুরে ছবি শেয়ার করেছেন। পাশাপাশি অভিতাভ (Amitabh Bachchan) নাতনি নভ্যা নাভেলি নন্দা (Navya Naveli Nanda) তাঁর নানার জন্মদিনের একঝলক  ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। ছবিতে বিগ বিকে মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, একপাশে নভ্যা ও আরাধ্যা অন্যদিকে জয়া ও অগস্ত্য। ছবিটির ক্যপশনে নভ্যা লিখেছেন, "শুভ জন্মদিন নানা।"

(Photo Credits: Instagram/@navyananda)

 

দেখুন

 

View this post on Instagram

 

A post shared by S (@shwetabachchan)

অমিতাভ বচ্চন শুধুমাত্র তাঁর পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করেননি। মধ্যরাতে তাঁর বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্তদের শুভেচ্ছাও গ্রহণ করেছেন।