Shah Rukh Showers Flying Kisses: মন্নতের ছাদ থেকে ভক্তদের চুমু ছুঁড়ছেন বলিউডের বাদশা, দেখুন ভিডিয়ো

আপাতমস্তক কালো পোশাকে ঢাকা বলিউডের বাদশাকে দেখা যায় মন্নতের ছাদের রেলিংয়ে উঠে দাঁড়িয়ে ভক্তদের দিকে জোড়হাত করে প্রণাম করতে। তাঁদের উদ্দেশে চুমু ছুঁড়ে দিতে।

Photo Credits: ANI

মুম্বই: বিরোধিতা আর বয়কটকে উপেক্ষা করেই নিজের জায়গা সুরক্ষিত করেছেন বলিউডের বাদশা। পাঠানের (Pathaan) সাফল্য যখন দক্ষিণ ভারতীয় সিনেমার সঙ্গে লড়াইয়ে বলিউডকে ফের নিজের স্থানে ফিরে আসতে সাহায্য করছে তখন এর পিছনে ভক্তদের অবদানকেও অস্বীকার করছেন না শাহরুখ খান (Shah Rukh Khan)।

তারই একটা প্রমাণ পাওয়া গেল রবিবার। তাঁর বাড়ি মন্নতের সামনে দাঁড়িয়ে সকাল থেকেই ভিড় জমিয়ে ছিলেন দেশের বিভিন্ন রাজ্যে থেকে আসা বাদশার ভক্তরা (fans)। চার বছর বাদে তাঁদের প্রিয় সুপারস্টারের সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়ছে দেখে তাঁরাও প্রবল উৎসাহিত। তারই ফলশ্রুতি দেখা যাচ্ছিল বারবার। দিনের বিভিন্ন সময়ে মন্নতের (Mannat) ছাদের (roof) উঠে আজ ভক্তদের ভালোবাসা প্রদর্শন করতে দেখা গেছে শাহরুখকে। ভক্তরাও তা দেখে আনন্দে মেতে উঠেছেন।

তবে সন্ধ্যেবেলায় শাহরুখকে যা করতে দেখা গেল, তা দেখে মন্নতের বাইরে অপেক্ষা করা অনেক ভক্তই খুশিতে প্রায় পাগল হয়ে যান। আপাতমস্তক কালো পোশাকে ঢাকা বলিউডের বাদশাকে দেখা যায় মন্নতের ছাদের রেলিংয়ে উঠে দাঁড়িয়ে ভক্তদের দিকে জোড়হাত করে প্রণাম করতে। তাঁদের উদ্দেশে চুমু ছুঁড়ে (flying kisses) দিতে।