Veer Zaara Re-Released: 'বীর জারা'র দুর্দান্ত রসায়ন আরও একবার বড়পর্দায়, কবে মুক্তি পাচ্ছে জেনে জিন

শাহরুখ-প্রীতির দুর্দান্ত রসায়ন দর্শক আরও একবার বড়পর্দায় দেখার সুযোগ পাবেন।

Veer Zaara (Photo Credit: Instagram)

 নয়াদিল্লি: বড় পর্দায় ফের মুক্তি পাচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan), প্রীতি জিন্টা (Preeti Zinta) অভিনীত প্রেমের ছবি বীর জারা (Veer Zara)। পুরনো স্মৃতি নতুন করে অনুভব করাতে বড়পর্দায় আগামী ১৩ সেপ্টম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবিটি ব্যপক প্রশংসা অর্জন করেছিল। প্রেক্ষাগৃহে সাফল্য পাওয়ার প্রায় ২০ বছর পর ছবিটি ফের আপনার কাছাকাছি সিনেমা হলে পুনরায় মুক্তি পাচ্ছে। শুক্রবার যশ রাজ ফিল্মস ঘোষণা করেছে, 'বীর জারা' আগামী ১৩ সেপ্টেম্বর PVR INOX সিনেমা, Cinepolis India এবং Moviemax Cinemas সহ বেশ কয়েকটি হলে মুক্তি পাবে।

বীর-জারা ২০০৪ সালে ১২ নভেম্বর দীপাবলি উৎসবের সময় মুক্তি পায়। ছবিটি সে সময় বিশ্বব্যাপী ১০৫ কোটিরও বেশি আয় করে। গল্প, চিত্রনাট্য, সংলাপ, পারফরম্যান্স এবং ভারত-পাকিস্তান সম্পর্কের সংবেদনশীল চিত্রায়নের মাধ্যমে ছবিটি ব্যপক প্রশংসা পায়। অনেকে এটিকে ধর্মনিরপেক্ষ সিনেমা বলেও অভিহিত করেন।

 

View this post on Instagram

 

A post shared by Yash Raj Films (@yrf)



@endif