Sanya Malhotra Bikini Look: সূর্যের দিকে তাকিয়ে সিজলিং বিকিনি লুকে সানিয়া মালহোত্রা, চিনতে পারছেন?

Credit: Instagram

বলিউডের সুন্দরী অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ভারতীয় সাজ হোক বা আধুনিক, অভিনেত্রী সানিয়াকে সব ধরনের সাজেই অসাধারণ দেখতে লাগে। সম্প্রতি, দঙ্গল গার্ল তার সিজলিং বিকিনি লুকের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে পুলসিডেম বটের পাশে বসে সূর্যের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। ছবিতে ক্যামেরার দিকে না তাকালেও তার এই ছবি নেট দুনিয়ায় খুব ভাইরাল হচ্ছে। রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সানিয়া মালহোত্রার ভক্তরা তার এই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছে।

দঙ্গল সিনেমায় স্বর্ণপদক বিজয়ী কুস্তিগীর ববিতা কুমারী ফোগাটের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন সানিয়া মালহোত্রা। ২০১৮ সালে বাধাই হো সিনেমাতে আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি প্রধান ভূমিকায় দেখতে পাওয়া যায় তাকে। ২০২০ সালে সানিয়া মালহোত্রা শকুন্তলা দেবী এবং লুডোতে অভিনয় করেন। এছাড়াও একাধিক সিনেমায় অভিনয় করতে দেখতে পাওয়া যায় সানিয়া মালহোত্রাকে।



@endif